নয়াদিল্লি, 27 ডিসেম্বর :কেন্দ্রীয় সরকার নয়, বরং মিশনারিজ অফ চ্যারিটি কর্তৃপক্ষই তাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আবেদন করেছিল ! সোমবার সন্ধ্যায় এমনটাই দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry on Missionaries of Charity Account Freeze Controversy) ৷ তাদের বক্তব্য, মাদার টেরেসার হাতে তৈরি সংস্থার ‘বিদেশি অবদান নিয়ন্ত্রণ আইন’ (Foreign Contribution Regulation Act) বা এফসিআরএ (FCRA) সংক্রান্ত লাইসেন্স পুনর্নবীকরণের আবেদন বাতিল করে দিয়েছে তারা ৷ ওই লাইসেন্সের মেয়াদ শেষ হচ্ছে আগামী 31 ডিসেম্বর ৷ তাই সেটি পুনর্নবীকরণের জন্য আবেদন জানায় মিশনারিজ অফ চ্যারিটি ৷ কিন্তু, বেশ কিছু আপত্তিকর তথ্য হাতে আসায় এই আবেদন খারিজ করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ ঘটনাটি ঘটে গত শনিবার অর্থাৎ 25 ডিসেম্বর (বড়দিনে) ৷ এরপরই স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি লিখে তাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আবেদন জানায় মিশনারিজ অফ চ্যারিটি ৷
এই গোটা ঘটনার প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় একটি বিবৃতি প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ তাতে বলা হয়েছে, ‘‘স্বরাষ্ট্র মন্ত্রক মিশনারিজ অফ চ্যারিটির কোনও ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করেনি ৷ বরং, মিশনারিজ অফ চ্যারিটির পক্ষ থেকেই এসবিআই-কে এই কাজ করতে বলা হয়েছে ৷ একথা স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে এসবিআই কর্তৃপক্ষ ৷’’