নয়াদিল্লি, 14 নভেম্বর : কেন্দ্রীয় সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ও সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন)-এর প্রধানদের কাজের মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ৷ এবার থেকে পাঁচ বছর পর্যন্ত নিজেদের পদে থেকে কাজ করতে পারবেন ইডি ও সিবিআইয়ের শীর্ষ কর্তারা ৷ ইতিমধ্য়েই এই মর্মে অধ্যাদেশ এনেছে কেন্দ্র ৷ যাতে সম্মতিও দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷
এতদিন পর্যন্ত ইডি ও সিবিআই ডিরেক্টররা সর্বোচ্চ 2 বছর পর্যন্ত নিজেদের পদে থাকতে পারতেন ৷ কিন্তু কেন্দ্রের এই অধ্যাদেশের ফলে এবার থেকে এক্সটেনশন দিয়েও সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত তাঁদের নিজেদের পদে রেখে দিতে পারবে কেন্দ্র ৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার চাইলে পদে থাকার 2 বছর পর একবছর করে আরও তিন বছর পর্যন্ত মেযাদ বাড়তে পারে ইডি ও সিবিআই ডিরেক্টরদের ৷ কিন্তু ডিরেক্টর হিসেবে 5 বছরের কার্যকালের পর আর কোনওভাবেই ইডি ও সিবিআই প্রধানদের মেয়াদ বাড়ানো যাবে না, সে কথাও এই অধ্যাদেশে বলা রয়েছে ৷