নয়াদিল্লি, 6 এপ্রিল : দেশের একাধিক প্রান্তে ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে ৷ রোজই 90 হাজারের উপরে দৈনিক সংক্রমণ ৷ গতকাল দৈনিক সংক্রমণ 1 লাখের গণ্ডি পার করে গিয়েছিল ৷ করোনার সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে এবার কেন্দ্রীয় সরকার 45 বছর বা তার বেশি বয়সি সমস্ত কর্মচারীকে টিকা নেওয়ার পরামর্শ দিল ৷ এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করেছে ৷
কর্মীবর্গ, গণ অভিযোগ এবং পেনশন মন্ত্রকের তরফে এই জারি করা ওই নির্দেশিকায় টিকা নেওয়ার পাশাপাশি, শারীরিক দূরত্ববিধি মেনে চলা, মাস্ক বার বার ধোয়া এবং ঘন ঘন হাত স্যানিটাইজ় করার কথাও বলা হয়েছে ৷ কেন্দ্রের তরফে বলা হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউকে আটকাতে হলে দেশের নাগরিকদের আরও বেশি সচেতন হতে হবে ৷ প্যানডেমিককে হারাতে আগামী চার সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷