পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Arjun Singh : জুটশিল্প নিয়ে অর্জুনের দাবিতেই সিলমোহর দিল কেন্দ্র - Central Government accept demands of Arjun Singh

গত একমাস ধরেই পাটশিল্পের হাল ফেরাতে উদ্যোগী হয়েছিলেন অর্জুন সিং ৷ এদিন তাঁর যাবতীয় দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার (Central Government accept demands of Arjun Singh) ৷

Arjun Singh News
অর্জুনের দাবিতেই শিলমোহর দিল কেন্দ্রীয় সরকার

By

Published : May 19, 2022, 9:28 PM IST

ব্যারাকপুর, 19 মে : অর্জুন সিংয়ের দাবি মানল কেন্দ্রীয় সরকার ৷ ব্যারাকপুরের বিজেপির সাংসদের দাবি অনুযায়ী পাটের দামের উর্দ্ধসীমা প্রত্যাহার নিল সরকার । এদিন সেই মর্মে নোটিশ দেন জুট কমিশনার মলয় চন্দন চট্টোপাধ্যায় । নোটিশের বয়ান অনুযায়ী, আগামিকাল থেকেই এই নিয়ম বলবৎ করা হবে (Central Government accept demands of Arjun Singh) ।

গত একমাস ধরেই পাটশিল্পের হাল ফেরাতে উদ্যোগী হয়েছিলেন অর্জুন সিং ৷ প্রথমে কেন্দ্রীয় পীযূষ গোয়েলকে চিঠি ৷ এরপর কেন্দ্রীয়স্তর থেকে সাড়া না-পেলে আন্দোলনে নামার হুঁশিয়ারি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছিলেন তিনি ৷

অর্জুনের দাবিতেই শিলমোহর দিল কেন্দ্র

তারপরেই সাংবাদিক বৈঠক করে ব্যারাকপুর শিল্পাঞ্চলের জুট শিল্প বিষয়ক ভ্রান্ত নীতির অভিযোগে সোচ্চার হন তিনি । তিনি অভিযোগ করেছিলেন, ‘‘সরকারি বৈঠকে আলোচিত হওয়া বিষয় ও তার সিদ্ধান্ত সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে । কিন্তু অজ্ঞাতকারণে তা সাধারণের সামনে আনছেন না । চাষিদের থেকে পাট কেনার দাম সর্বোচ্চ পার বেল 6500 হাজার টাকা বেঁধে দেওয়া হয়েছে । জুট শিল্পকে ক্ষতির মুখে নিয়ে যাওয়া হচ্ছে ।’’

আরও পড়ুন : পাটশিল্পের হাল ফেরাতে মমতা-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন অর্জুন

কার্যত হিসাব কষে তিনি দেখিয়ে দেন, রাজ্যের জুটমিলগুলি ক্ষতির মুখে পড়ে বন্ধ করতে বাধ্য হচ্ছেন । এছাড়া চাষিরাও এত কম দামে পাট বিক্রি করতে চাইছেন না ।

For All Latest Updates

TAGGED:

Arjun Singh

ABOUT THE AUTHOR

...view details