কলকাতা, 30 মার্চ : রামপুরহাট কাণ্ডের রিপোর্ট জেপি নাড্ডার হাতে তুলে দিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Delegation of BJP Submit Their Report to JP Nadda on Rampurhat Massacre) ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে 5 সদস্যের প্রতিনিধি দল রামপুরহাটের বগটুই গ্রামে যান ৷ সেখানে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ঘুরে দেখেন তাঁরা ৷ কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে ৷ পাশাপাশি ওইদিন ঠিক কী ঘটেছিল তা জানতে গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন তাঁরা ৷ সেই সব তথ্য এবং সেখানকার পরিস্থিতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জেপি নাড্ডার হাতে তুলে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷
বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন, রাজ্যসভার সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রজলাল ৷ লোকসভার সাংসদ তথা মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং ৷ রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন আইপিএস অফিসার কে সি রামামূর্তি ৷ বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির নেত্রী ভারতী ঘোষ ৷
আরও পড়ুন : Bagtui Murder : বগটুইয়ে ভাদু শেখ খুনে গ্রেফতার আরও তিন