বেঙ্গালুরু, 19 জুলাই: জঙ্গি সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হল বেঙ্গালুরুতে ৷ জানা গিয়েছে, ধৃতরা বেঙ্গালুরুতে বিস্ফোরণের পরিকল্পনা করেছিল । সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের পুলিশ এই পাঁচজনকে গ্রেফতার করেছে ৷ তারা সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত বলে খবর ৷ সিসিবি বুধবার জানিয়েছে, পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
ধৃতরা হল সৈয়দ সুহেল, উমর, জানিদ, মুদাসির ও জাহিদ । এছাড়া এই জঙ্গিদের সঙ্গে আরও দু'জনের যোগসূত্রের তথ্য পাওয়া গিয়েছে । তাদের দু'জনের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সূত্রের খবর ৷ পুলিশের আরেকটি দল তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সন্দেহভাজন ওই জঙ্গিদের কাছ থেকে চারটি ওয়াকি-টকি, সাতটি দেশি পিস্তল, 42টি গুলি, গোলাবারুদ, 2টি ড্রেগার, 2টি স্যাটেলাইট ফোন ও 4টি গ্রেনেড পাওয়া গিয়েছে বলে খবর ৷ উদ্ধার হয়েছে বিস্ফোরকও। এগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে । সন্দেহভাজন জঙ্গিদের মাদিওয়ালা টেকনিক্যাল সেলে নিয়ে গিয়ে রাখা হয়েছে ৷ সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর । সিসিবি আধিকারিকরা সন্দেহভাজনদের মোবাইল ফোনও পরীক্ষা কর দেখছেন ।