বেলগাভি (কর্ণাটক) 16 ডিসেম্বর:কর্ণাটকে বিবস্ত্র করে ঘোরানো ও খুঁটিতে বেঁধে মারধরের ঘটনায় নির্যাতিতার সঙ্গে দেখা করল বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি ৷ বেলগাভির হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা ৷ সেখানে গিয়ে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিল বিজেপির দল । সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অপরাজিতা সারঙ্গি, সুনিতা দুগ্গাল, রঞ্জিতা কলি ও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক আশা লাকড়ার সমন্বয়ে একটি পাঁচ সদস্যের কমিটি নির্যাতিতার সঙ্গে দেখা করেন শনিবার । তাঁরা নির্যাতিতাকে আশ্বস্ত করেছেন যে তাঁরা তাঁর সঙ্গে রয়েছেন ৷ তিনি যেন এই ঘটনায় আতঙ্কিত না হন ।
নির্যাতিতাকে দেখে বেরিয়ে এসে সাংসদ অপরাজিতা সারঙ্গি বলেন, "বেলগাভিতে পুরুষরা বাড়িতে ঢুকে মহিলাকে বের করে এনে রাস্তায় প্যারেড করায় । পরে তাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করা হয় । ঘটনার দু'ঘণ্টা পর সেখানে পৌঁছয় পুলিশ । বিষয়টি সিপিআইকে জানানো হলেও তারা ছটা নাগাদ আসে । এটিকে একটি ছোট ঘটনা হিসাবে দেখে তাঁরা । কংগ্রেস সরকারের আমলে আইন-শৃঙ্খলা ব্যবস্থার অবনতি হয়েছে । আদিবাসী মহিলারা এখানে সুরক্ষিত নয় । জেলা ইনচার্জ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় এরকম কাজ অমানবিক ।"
আশা লাকড়ার কথায়, "বিধানসভা অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে । যদিও কংগ্রেস নেতারা সংসদে এই নিয়ে আওয়াজ তোলেননি । কংগ্রেস দলিতদের ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে । গোটা সরকার, মুখ্যমন্ত্রী এবং ডিজিপি বেলগাঁওয়ে ছিলেন ৷ কিন্তু সেখানে যাননি ।" তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আইন থাকা সত্ত্বেও নারীর সুরক্ষায় আইনত যা করা উচিত ছিল তা করা হয়নি ।"