নয়াদিল্লি, 27 জুলাই :পেগাসাস (Pegasus Spyware) বিতর্কে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram) ৷ তাঁর দাবি, যতক্ষণ পর্যন্ত পেগাসাস স্পাইওয়্য়ারের স্রষ্টা ইজ়রায়েলি সংস্থা এনএসও গোষ্ঠীর (NSO Group) ভারতীয় গ্রাহকের নাম প্রকাশ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই সংক্রান্ত যাবতীয় অভিযোগ অস্বীকার করে যাবে কেন্দ্র ৷
মঙ্গলবার এই প্রসঙ্গে চিদম্বরম বলেন, ইতিমধ্যেই গোটা ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত চালিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ৷ তাঁদের মধ্যে একটি ভারতীয় পোর্টালও রয়েছে ৷ এই সংস্থার হাতে আসা তথ্য বলছে, ‘‘এনএসও গোষ্ঠীর এক ভারতীয় গ্রাহক’’ ছিল ৷ এবার সেই ‘‘ভারতীয় গ্রাহক’’কেই চিহ্নিত করার পক্ষে সওয়াল করেছেন চিদম্বরম ৷
আরও পড়ুন :Pegasus Spyware : পেগাসাস কাণ্ডে রাজ্যের তদন্তে স্বাগত কংগ্রেসের, কটাক্ষ বাম-বিজেপির
গত সপ্তাহেই প্রকাশ্যে আসে পেগাসাস বিতর্ক ৷ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, অন্তত 300 টি ভেরিফায়েড ফোন নম্বরকে নিশানা করেছিল ওই ইজ়রায়েলি স্পাই সফটওয়্য়ার ৷ তার মধ্যে ভারতের অন্তত দু’জন কেন্দ্রীয় মন্ত্রী, 40 জনেরও বেশি সাংবাদিক, বিরোধী রাজনৈতিক শিবিরের অন্তত তিনজন নেতা এবং বেশ কয়েকজন ব্যবসায়ী ও সমাজকর্মীর ফোন নম্বরও রয়েছে ৷ যদিও কেন্দ্রের দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি ৷ আগাগোড়া ফোনে আড়ি পাতা এবং নজরদারির অভিযোগ অস্বীকার করেছে তারা ৷
মঙ্গলবার এই বিষয়ে একটি টুইট করেন চিদম্বরম ৷ তাঁর বক্তব্য, এনএসও গোষ্ঠীর গ্রাহকতালিকায় ভারতীয় কোনও সংস্থা বা প্রতিষ্ঠান যে রয়েছে, সেটা স্পষ্ট ৷ কিন্তু প্রশ্ন হল, সেই ভারতীয় গ্রাহকের পরিচয় কী ? চিদম্বরম মনে করেন, কে বা কারা অন্যের ফোনে আড়ি পাতার জন্য ইজ়রায়েলি সংস্থার সাহায্য নিচ্ছিল, সেটা হয়তো আর কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে চলে আসবে ৷ কিন্তু তার আগে পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই বিষয়ে ওঠা কোনও অভিযোগই স্বীকার করবে না বলে তোপ দেগেছেন তিনি ৷
পেগাসাস বিতর্ক চিন্তা বাড়িয়েছে ফ্রান্সেরও ৷ অভিযোগ, পেগাসাসের নিশানায় থাকা ফোন নম্বরগুলির মধ্যে ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর (French President Emmanuel Macron) ফোন নম্বরও ছিল ৷ সূত্রের খবর, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেতের সঙ্গে কথা বলেছেন (Naftali Bennett ) ক্ষুব্ধ ইম্যানুয়েল ৷ এই বিষয়েও কেন্দ্রের মোদি সরকারকে খোঁচা দিতে ছাড়েননি চিদম্বরম ৷ তাঁর অভিযোগ, ভারত সরকার হল একমাত্র সরকার, যাদের নজরদারির অভিযোগ নিয়ে কোনও হেলদোল নেই ৷
আরও পড়ুন :Pegasus Spyware : পেগাসাস বিতর্কে উত্তাল সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
তবে কংগ্রেস যে পেগাসাস নিয়ে মুখ বন্ধ করবে না, তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলতে শুরু করেছে ৷ সূত্রের খবর, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ স্থানীয় আধিকারিকদের কাছে জবাবদিহি তলব করবেন কংগ্রেস সাংসদ তথা তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় প্য়ানেলের প্রধান শশী থারুর (Shashi Tharoor) ৷