পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অতিমারির আবহেও প্রধানমন্ত্রীর নয়া বাসভবন তৈরিতে বদ্ধপরিকর কেন্দ্র - করোনা

অতিমারির আবহেও প্রধানমন্ত্রীর নয়া বাসভবন তৈরিতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার ৷ 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে এই কাজ ৷ তার জন্য মিলে গেল পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ৷ এই নির্মাণ কাজ নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প সেন্ট্রাল ভিস্তার অন্তর্গত ৷

Center is determined to build a new residence for Prime Minister even in Covid situation
অতিমারির আবহেও প্রধানমন্ত্রীর নয়া বাসভবন তৈরিতে বদ্ধপরিকর কেন্দ্র

By

Published : May 3, 2021, 6:15 PM IST

নয়াদিল্লি, 3 মে : অতিমারির আবহেই আরও এক ধাপ এগোল প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন তৈরির কাজ ৷ যা নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প সেন্ট্রাল ভিস্তারই অন্তর্গত ৷ আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে নয়া বাসভবন তৈরির কাজ ৷ মিলে গেল তার পরিবেশগত ছাড়পত্রও ৷

একদিকে যখন অতিমারির আবহে অনিশ্চিত গোটা দেশের মানুষের ভবিষ্যৎ, ঠিক তখনই 20 হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে জরুরি পরিষেবার তকমা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ যাতে করোনা আবহে লকডাউন জারি করা হলেও নির্মাণকাজ বন্ধ না হয় ৷ যা নিয়ে প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছে মোদি সরকারকে ৷ তবে তারা যে এই সমালোচনাকে পাত্তা দিতে নারাজ, তা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি ৷ এই অবস্থায় পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র এই প্রকল্পকে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল ৷

প্রশাসনিক সূত্রে খবর, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার ৷ প্রাথমিক পর্যায়ে যে ভবনগুলি তৈরি করা হবে, তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রীর সুরক্ষায় নিযুক্ত বিশেষ নিরাপত্তা বাহিনীর সদর দফতর এবং আমলাদের জন্য বরাদ্দ একটি এগজিকিউটিভ এনক্লেভ ৷

আরও পড়ুন :নয়া সংসদ ভবন নির্মাণে ঐতিহ্য সংরক্ষণ কমিটির ছাড়পত্র

বর্তমানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ঠিকানা হল 7 নম্বর লোক কল্যাণ মার্গ ৷ যা আগে পরিচিত ছিল 7 নম্বর রেস কোর্স রোড নামে ৷ নয়া বাসভবন তৈরির কাজ শেষ হলে বর্তমান এই ঠিকানা ছেড়ে সেখানেই উঠে যাবেন দেশের প্রশাসনিক প্রধান ৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নয়া বাসভবন ছাড়াও আগামী বছরের মে মাসের মধ্যেই উপরাষ্ট্রপতির বাসভবন নির্মাণের কাজও শেষ হয়ে যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details