নয়াদিল্লি, 3 মে : অতিমারির আবহেই আরও এক ধাপ এগোল প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন তৈরির কাজ ৷ যা নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প সেন্ট্রাল ভিস্তারই অন্তর্গত ৷ আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে নয়া বাসভবন তৈরির কাজ ৷ মিলে গেল তার পরিবেশগত ছাড়পত্রও ৷
একদিকে যখন অতিমারির আবহে অনিশ্চিত গোটা দেশের মানুষের ভবিষ্যৎ, ঠিক তখনই 20 হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে জরুরি পরিষেবার তকমা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ যাতে করোনা আবহে লকডাউন জারি করা হলেও নির্মাণকাজ বন্ধ না হয় ৷ যা নিয়ে প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছে মোদি সরকারকে ৷ তবে তারা যে এই সমালোচনাকে পাত্তা দিতে নারাজ, তা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি ৷ এই অবস্থায় পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র এই প্রকল্পকে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল ৷