দিল্লি, 4 অক্টোবর : কলকাতার বায়ুদূষণ নিয়ন্ত্রণে 192 কোটি 5 লাখ টাকা বরাদ্দ করল কেন্দ্র ৷ কলকাতা ও পার্শ্ববর্তী হাওড়া ও ব্যারাকপুরের শহর এলাকার দূষণ কমাতে খরচ করা যাবে এই অর্থ ৷
কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, বায়দূষণ নিয়ন্ত্রণে রাজ্যের জন্য মোট 209 কোটি 5 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর মধ্যে কলকাতা পার্শ্ববর্তী শহর এলাকার জন্য বরাদ্দ হয়েছে 192 কোটি 5 লাখ টাকা ৷ অন্য দিকে 17 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আসানসোল আরবান এলাকার জন্য ৷ এর মধ্যে রয়েছে আসানসোল, রানিগঞ্জ ও দুর্গাপুর শহর ৷ উল্লেখ্য, এই তিনটি শহরের দূষণ স্বাভাবিক মাত্রার চেয়ে অনেকটাই বেশি ৷