নিউ দিল্লি, 1 মে : দেখো রে নয়ন মেলে, জগতের বাহার ৷ মনে পড়ছে সকালে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে গুপীর গান ৷ যাঁর গলার সুরে, আর বাঘার ঢোলে সম্মোহিত হওয়ার বর দিয়েছিলেন স্বয়ং ভূতের রাজা ৷ গল্পটা লিখেছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ৷ আর ভূতের রাজার আশীর্বাদে গুপীর গলায় গান শুনিয়েছিলেন উত্তরসূরি ফেলুদা, প্রফেসর শঙ্কুর স্রষ্টা সত্যজিৎ রায় ৷
হ্যাঁ, নয়ন মেলে দেখতে শিখিয়েছিলেন যিনি জগৎটাকে, বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগতে, এমনকি আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও ৷ সেই চলচ্চিত্র জাদুকর, লেখকের জন্মশতবার্ষিকী পালন শুরু হচ্ছে এ বছর ৷ 1921-র 2 মে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ ৷
এই জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বছর ব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যালস, ফিল্মস ডিভিশন, এনএফডিসি, এনএফএআই আর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই), কলকাতা একযোগে নানা রকমের অনুষ্ঠানের পরিকল্পনা করছে ৷ সঙ্গে থাকবে বিদেশমন্ত্রক ৷ যদিও ভারতের করোনা পরিস্থিতির জন্য এই উদযাপন কখনো ডিজিটালে, আবার কখনো স্বাভাবিক অনুষ্ঠানের মতো হতে পারে ৷
আরও পড়ুন: ঋষির প্রথম মৃত্যুবার্ষিকীতে পুজো নীতুর, পাশে রণবীর-আলিয়া
উদযাপনের পরিচালনায় আইবি মন্ত্রকের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়েছে, যেখানে থাকবেন সত্যজিতের সিনেমাগুলির অন্যতম অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়, বিদেশমন্ত্রকের বেশ কিছু আধিকারিকও ৷ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, 2021-এ কিংবদন্তি চলচ্চিত্রকারের নামাঙ্কিত "সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন সিনেমা" পুরস্কার প্রদান শুরু হবে এ বছর থেকে ৷ 10 লক্ষ টাকা অর্থমূল্য-সহ, একটি সার্টিফিকেট, শাল, রুপোর তৈরি ময়ূরের মেডেল দেওয়া হবে পুরস্কারস্বরূপ ৷
জন্মশতবার্ষিকী উদযাপন পরিকল্পনা-