পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India-China Standoff : পূর্ব লাদাখে ধীরে ধীরে ভারত-চিনের মধ্যে স্থিতাবস্থা ফিরবে, মত বিপিন রাওয়াতের - breaking news today

গত বছরের মাঝামাঝি সময় থেকে পূর্ব লাদাখ অঞ্চলে ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিবাদ শুরু হয় ৷ তারপর অনেকে আলোচনা শেষে দুই দেশ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে শুরু করেছে ৷ পূর্ব লাদাখে ধীরে ধীরে ভারত-চিনের মধ্যে স্থিতাবস্থাও ফিরবে ৷ এমনটাই মনে করেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ৷

cds bipn rawat thinks that india china will achieve status quo in eastern ladakh in gradual manner
India-China Standoff : পূর্ব লাদাখে ধীরে ধীরে ভারত-চিনের মধ্যে স্থিতাবস্থা ফিরবে, মত বিপিন রাওয়াতের

By

Published : Jul 2, 2021, 7:39 PM IST

নয়াদিল্লি, 2 জুলাই : ভারত (India) ও চিন (China) উভয়পক্ষই শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ৷ তাই ধীরে ধীরে দুই দেশ পূর্ব লাদাখে (Eastern Ladakh) স্থিতাবস্থা তৈরি করতে পারবে ৷ এমনটাই মনে করেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল (Chief of Defence Staff) বিপিন রাওয়াত (Bipin Rawat) ৷

শুক্রবার একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন তিনি ৷ একটি প্রশ্নের উত্তরে সেখানেই তিনি এই মত ব্যক্ত করেন ৷ এর সঙ্গে তিনি যোগ করেন যে রাজনৈতিক, কূটনৈতিক ও সেনাস্তরে আলোচনা চলছে দীর্ঘ এই অচলাবস্থা কাটিয়ে স্থিতাবস্থা ফেরানোর লক্ষ্যে ৷

আরও পড়ুন :লাদাখ সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক, মন্তব্য সেনাপ্রধানের

পাশাপাশি জানান, যদি কোনও ভুল পদক্ষেপ উল্টোদিক থেকে হয়, তার জন্য ভারতীয় সেনা (Indian Army) প্রস্তুত রয়েছে ৷ আর আগে যেভাবে জবাব দেওয়া হয়েছে, সেইভাবে এখনও জবাব দেওয়া হবে ৷ বিষয়টিকে কখনওই হালকাভাবে নেওয়া যাবে না ৷

ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিবাদ সংক্রান্ত যে আলোচনা চলছে, তা মেটাতে সময় লাগবে বলেও তিনি এদিন মন্তব্য করেছেন ৷ তাঁর কথায়, ‘‘সময় লাগবে ৷ আমার মনে হয় ধীরে ধীরে আমরা স্থিতাবস্থায় পৌঁছাতে পারব ৷’’ স্থিতাবস্থায় পৌঁছাতে না পারলে যে কোনও সময় আবার অপ্রীতিকর কোনও ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন ৷ তাই উভয় দেশই স্থিতাবস্থা ফেরানোর গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল বলে তিনি মন্তব্য করেছেন ৷

আরও পড়ুন :জম্মু-ড্রোন হামলার মতো ঘটনা রোখার প্রযুক্তি ভারতের আছে, দাবি ডিআরডিও-র

গত বছরের মাঝামাঝি সময় থেকে পূর্ব লাদাখ অঞ্চলে ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিবাদ শুরু হয় ৷ যার জেরে গত বছরের জুনে গালওয়ান উপত্যকায় (Galwan Valley) দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও বাঁধে ৷ যার জেরে বেশ কয়েকজন ভারতীয় জওয়ান শহিদ হন ৷ লালফৌজেও প্রচুর প্রাণহানী ঘটে ৷ তারপর অনেক আলোচনার পর দুই দেশ সীমান্ত থেকে সেনা সরানোর কাজ শুরু করেছে ৷

কিন্তু সম্প্রতি চিনের তরফে পূর্ব লাদাখ সীমান্তে নতুন করে সেনা মোতায়েনের খবর সামনে এসেছে ৷ সীমান্তের ওপারে তারা পরিকাঠামো তৈরি করছে বলেও খবর ৷ এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে ৷ তিনি বলেন, ‘‘আমার মনে হয় ওরা বুঝেছে ভারতীয় সেনা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না ৷ ভারতীয় সেনা আর 1961 সালের পর্যায়ে পড়ে নেই ৷ এটা একটা শক্তিশালী সশস্ত্রবাহিনী এবং এরা পিছু হটবে না ৷ তারা নিজেদের অবস্থানে অনড় থাকবে ৷ আমার মনে হয় এটা ওরা বুঝতে পেরেছে ৷’’

আরও পড়ুন :জঙ্গি দমনে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার পুলওয়ামায়

সেনা সূত্রে জানা গিয়েছে যে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর ওই অঞ্চলে এখনও 50 হাজার থেকে 60 হাজার সেনা মোতায়েন করা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details