নয়াদিল্লি, 2 জুলাই : ভারত (India) ও চিন (China) উভয়পক্ষই শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ৷ তাই ধীরে ধীরে দুই দেশ পূর্ব লাদাখে (Eastern Ladakh) স্থিতাবস্থা তৈরি করতে পারবে ৷ এমনটাই মনে করেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল (Chief of Defence Staff) বিপিন রাওয়াত (Bipin Rawat) ৷
শুক্রবার একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন তিনি ৷ একটি প্রশ্নের উত্তরে সেখানেই তিনি এই মত ব্যক্ত করেন ৷ এর সঙ্গে তিনি যোগ করেন যে রাজনৈতিক, কূটনৈতিক ও সেনাস্তরে আলোচনা চলছে দীর্ঘ এই অচলাবস্থা কাটিয়ে স্থিতাবস্থা ফেরানোর লক্ষ্যে ৷
আরও পড়ুন :লাদাখ সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক, মন্তব্য সেনাপ্রধানের
পাশাপাশি জানান, যদি কোনও ভুল পদক্ষেপ উল্টোদিক থেকে হয়, তার জন্য ভারতীয় সেনা (Indian Army) প্রস্তুত রয়েছে ৷ আর আগে যেভাবে জবাব দেওয়া হয়েছে, সেইভাবে এখনও জবাব দেওয়া হবে ৷ বিষয়টিকে কখনওই হালকাভাবে নেওয়া যাবে না ৷
ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিবাদ সংক্রান্ত যে আলোচনা চলছে, তা মেটাতে সময় লাগবে বলেও তিনি এদিন মন্তব্য করেছেন ৷ তাঁর কথায়, ‘‘সময় লাগবে ৷ আমার মনে হয় ধীরে ধীরে আমরা স্থিতাবস্থায় পৌঁছাতে পারব ৷’’ স্থিতাবস্থায় পৌঁছাতে না পারলে যে কোনও সময় আবার অপ্রীতিকর কোনও ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন ৷ তাই উভয় দেশই স্থিতাবস্থা ফেরানোর গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল বলে তিনি মন্তব্য করেছেন ৷