পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

WB ByPolls : উপনির্বাচনে চার কেন্দ্রেই থাকছে সিসিটিভির ব্যবস্থা, সুষ্ঠ ভোট করাতে মরিয়া কমিশন - Election Commission of India

30 অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্র গোসাবা, শান্তিপুর, দিনহাটা ও খড়দা এই চার আসনে উপনির্বাচন । সবকটি কেন্দ্রের 100 শতাংশ বুথেই থাকছে সিসিটিভি ব্যবস্থা ৷

By-Election
রাজ্যের উপনির্বাচনে চার কেন্দ্রেই থাকছে CCTV ব্যবস্থা, সুষ্ঠু ভোট করাতে মরিয়া কমিশন

By

Published : Oct 24, 2021, 6:47 AM IST

Updated : Oct 24, 2021, 7:01 AM IST

কলকাতা, 24 অক্টোবর : আগামী 30 অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । গোসাবা, শান্তিপুর, দিনহাটা ও খড়দা এই চার আসনে ভোট হবে । এবারেও আইনশৃঙ্খলা নিয়ে কোনওরকম আপস করতে চায় না জাতীয় নির্বাচন কমিশন । তাই ভোটগ্রহণের দিন সবকটি কেন্দ্রের 100 শতাংশ বুথেই থাকছে সিসিটিভির ব্যবস্থা ৷ এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে । সিসিটিভি থাকলেও বহাল থাকছে বাকি নন-সিএপিএফ ব্যবস্থাপনাও ।

আরও পড়ুন :বিচারব্যবস্থার উপর মানুষের বিশ্বাস গণতন্ত্রের শক্তি, মন্তব্য দেশের প্রধান বিচারপতি

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার স্বার্থে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে চার কেন্দ্রের প্রতিটি বুথকে । 27 অক্টোবর সন্ধ্যা 6.30টার পর থেকে সবকটি বুথের 200 মিটারের মধ্যে জারি হয়ে যাবে 144 ধারা । অন্যদিকে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও । প্রথমে নির্ধারিত ছিল, এই চার কেন্দ্রে উপনির্বাচনের জন্য ব্যবহার করা হবে মোট 80 কোম্পানি বাহিনী । পরে আরও 12 কোম্পানি বাহিনী রাজ্যে এসেছে । ফলে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 92 কোম্পানি ।

আগেই জানা গিয়েছিল, 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে দিনহাটায় 27 কোম্পানি, শান্তিপুরে 22 কোম্পানি, খড়দায় 20 কোম্পানি ও গোসাবা বিধানসভা কেন্দ্রে 23 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কাজে লাগানো হবে ।

আরও পড়ুন:Independence Special : 1857-তে হিসারের স্বাধীন হওয়ার রক্তাক্ত কাহিনি

Last Updated : Oct 24, 2021, 7:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details