নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি:নিক্কি যাদব হত্যাকাণ্ডে (Nikki Yadav Murder Case) সামনে এল নয়া তথ্য ৷ প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ (CCTV Camera Footage) ৷ যা থেকে এটা স্পষ্ট যে গত 9 ফেব্রুয়ারিও জীবিত নিক্কি যাদব ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইদানীং নিক্কি যে আবাসনে ভাড়া থাকতেন, প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজগুলি সেখানকারই ৷
ইতিমধ্যেই জানা গিয়েছে, গত 5 মাস একটি বাড়িতে ভাড়া থাকছিলেন নিক্কি যাদব ৷ বাড়িটি রাজধানী উত্তমনগর এলাকায় ৷ সেই বাড়িতে ঢোকা ও বেরোনোর লবি, সিঁড়ি প্রভৃতি জায়গায় একাধিক সিসিটিভি ক্য়ামেরা লাগানো রয়েছে ৷ গত 9 ফেব্রুয়ারি সেই ক্যামেরাগুলিতেই নিক্কির যাতায়াতের মুহূর্ত রেকর্ড হয়ে যায় ৷
এর মধ্যে একটি ফুটেজ 9 ফেব্রুয়ারি সকালের ৷ সেই সময় নিক্কিকে আবাসনের লবির দরজা খুলে বাইরে বের হতে দেখা যায় ৷ তিনি দরজা খুলে বারবার রাস্তার দিকে মুখ বাড়িয়ে এদিক-ওদিক দেখছিলেন ৷ কয়েক মিনিটের জন্য তিনি বাইরে বেরিয়েও যান ৷ তারপর আবার ভিতরে ঢুকে আসেন ৷ তাঁকে দেখে মনে হবে, তিনি কারও জন্য অপেক্ষা করছেন ৷ পুলিশ সূত্রে খবর, এই সময় খুব সম্ভবত নিক্কি তাঁর প্রেমিকের জন্যই অপেক্ষা করছিলেন ৷ যাঁর বিরুদ্ধে নিক্কিকে খুনের অভিযোগ উঠেছে ৷ আরও একটি সিসিটিভি ফুটেজ রয়েছে 9 ফেব্রুয়ারি দুপুরের ৷ তাতে দেখা যাচ্ছে, নিক্কি সিঁড়ি দিয়ে উপরে উঠছেন ৷