নয়াদিল্লি, 29 জুলাই: চলতি সপ্তাহেই হয়তো প্রকাশিত হতে চলেছে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল (CBSE Result 2021) ৷ ফলপ্রকাশ নিয়ে উদ্বেগ উত্তরোত্তর চড়ছে ছাত্র ও অভিভাবকদের মধ্যে ৷ সেই উদ্বেগে রাশ টানতেই এ বার এক মজাদার মিমকে হাতিয়ার করল বোর্ড কর্তৃপক্ষ ৷ সেই মিমে (CBSE Meme) ব্যবহার করা হয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যানের দুটি চরিত্রকে ৷ যা মন জয় করে নিয়েছে নেট নাগরিকদের ৷
বোর্ডের পরীক্ষার ফল নিয়ে উদ্বেগ নতুন কিছু নয় ৷ তবে এ বারের পরিস্থিতি অন্যান্য বারের থেকে একেবারেই আলাদা ৷ ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্বেগটা এ বছর যেন একটু বেশিই ৷ করোনা আবহে এ বার পরীক্ষাই হয়নি ৷ তাই কী মার্কসিট আসতে চলেছে, তা নিয়ে অদ্ভুত আশঙ্কা দানা বেঁধেছে পরীক্ষার্থীদের মনে ৷ ফলপ্রকাশের দিনক্ষণ জানতে ঘনঘন তাঁরা বোর্ডের ওয়েবসাইটে ভিড় জমাচ্ছেন ৷ তাই তাদের মনকে একটু হালকা করতে এক অভিনব উপায় বের করেছে সিবিএসই কর্তৃপক্ষ ৷ তারা তাদের ওয়েবসাইটে জনপ্রিয় থ্রিলার সিরিজ ফ্যামিলি ম্যানের (Family Man) দ্বিতীয় সিজনের দুটি চরিত্রের উপর ভরসা রেখেছেন ৷ এই শোয়ের মুখ্য চরিত্র মনোজ বাজপেয়িকে উদ্বিগ্ন বাবা এবং জনপ্রিয় চেল্লাম স্যারের (Chellam Sir) চরিত্রকে তুলে ধরা হয়েছে ৷ সেই মিমে উদ্বিগ্ন বাবা স্যারকে ফোন করে জিজ্ঞেস করছেন, কবে ফল প্রকাশিত হবে ? জবাবে তাঁকে ধৈর্য ধরতে বলছেন চেল্লাম স্যার ৷ পোস্টটির সঙ্গে স্টে কাম, স্টে হোপফুল ও সিবিএসই রেজাল্টস হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন:কীভাবে হতে পারে দ্বাদশ শ্রেণির মূল্যায়ন ? সুপ্রিম কোর্টে জানাল সিবিএসই