পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CBSE Results: ফলপ্রকাশ নিয়ে উদ্বেগ কাটাতে চেল্লাম স্যারের মিম পোস্ট সিবিএসই-র - চেল্লাম স্যার

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল (CBSE Result 2021) নিয়ে উদ্বেগে রয়েছেন ছাত্র ও অভিভাবকরা ৷ তাঁদের সেই উদ্বেগ কমিয়ে হালকা চালে ফেরাতে ফ্যামিলি ম্যানের (Family Man) মনোজ বাজপেয়ি ও চেল্লাম স্যারকে (Chellam Sir) নিয়ে মিম পোস্ট করেছে বোর্ড কর্তৃপক্ষ ৷

CBSE's "Chellam Sir" Meme About Class 12 Results to calm worried parents wins The Internet
ফলপ্রকাশ নিয়ে উদ্বেগ কাটাতে চেল্লাম স্যারের মিম পোস্ট সিবিএসই-র

By

Published : Jul 29, 2021, 4:35 PM IST

নয়াদিল্লি, 29 জুলাই: চলতি সপ্তাহেই হয়তো প্রকাশিত হতে চলেছে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল (CBSE Result 2021) ৷ ফলপ্রকাশ নিয়ে উদ্বেগ উত্তরোত্তর চড়ছে ছাত্র ও অভিভাবকদের মধ্যে ৷ সেই উদ্বেগে রাশ টানতেই এ বার এক মজাদার মিমকে হাতিয়ার করল বোর্ড কর্তৃপক্ষ ৷ সেই মিমে (CBSE Meme) ব্যবহার করা হয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যানের দুটি চরিত্রকে ৷ যা মন জয় করে নিয়েছে নেট নাগরিকদের ৷

ফলপ্রকাশ নিয়ে উদ্বেগ কাটাতে চেল্লাম স্যারের মিম পোস্ট সিবিএসই-র

বোর্ডের পরীক্ষার ফল নিয়ে উদ্বেগ নতুন কিছু নয় ৷ তবে এ বারের পরিস্থিতি অন্যান্য বারের থেকে একেবারেই আলাদা ৷ ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্বেগটা এ বছর যেন একটু বেশিই ৷ করোনা আবহে এ বার পরীক্ষাই হয়নি ৷ তাই কী মার্কসিট আসতে চলেছে, তা নিয়ে অদ্ভুত আশঙ্কা দানা বেঁধেছে পরীক্ষার্থীদের মনে ৷ ফলপ্রকাশের দিনক্ষণ জানতে ঘনঘন তাঁরা বোর্ডের ওয়েবসাইটে ভিড় জমাচ্ছেন ৷ তাই তাদের মনকে একটু হালকা করতে এক অভিনব উপায় বের করেছে সিবিএসই কর্তৃপক্ষ ৷ তারা তাদের ওয়েবসাইটে জনপ্রিয় থ্রিলার সিরিজ ফ্যামিলি ম্যানের (Family Man) দ্বিতীয় সিজনের দুটি চরিত্রের উপর ভরসা রেখেছেন ৷ এই শোয়ের মুখ্য চরিত্র মনোজ বাজপেয়িকে উদ্বিগ্ন বাবা এবং জনপ্রিয় চেল্লাম স্যারের (Chellam Sir) চরিত্রকে তুলে ধরা হয়েছে ৷ সেই মিমে উদ্বিগ্ন বাবা স্যারকে ফোন করে জিজ্ঞেস করছেন, কবে ফল প্রকাশিত হবে ? জবাবে তাঁকে ধৈর্য ধরতে বলছেন চেল্লাম স্যার ৷ পোস্টটির সঙ্গে স্টে কাম, স্টে হোপফুল ও সিবিএসই রেজাল্টস হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:কীভাবে হতে পারে দ্বাদশ শ্রেণির মূল্যায়ন ? সুপ্রিম কোর্টে জানাল সিবিএসই

মিমে মনোজের চরিত্র শ্রীকান্ত তিওয়ারির পাশে লেখা রয়েছে, "স্যার, অথর্বের সিবিএসই ফল কবে প্রকাশিত হবে ? আমি খুবই উদ্বিগ্ন ৷" পাশেই উদয় মহেশের চেল্লাম স্যারের চরিত্রের জবাব হিসেবে লেখা রয়েছে, "ডোন্ট বি আ মিনিমাম পেরেন্ট শ্রী ৷ উচ্চাকাঙ্ক্ষী হও ৷ তাড়াতাড়িই ফল প্রকাশিত হবে ৷" ফ্যামিলি ম্যান সিরিজে শ্রীকান্তের কর্মক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে তাঁকে 'মিনিমাম গাই' বলে তাতানোর চেষ্টা করতেন তাঁর বস ৷

আরও পড়ুন:হার নিশ্চিত জেনেই রাজ্যসভার ভোট থেকে সরে দাঁড়ানো ঘোষণা শুভেন্দুর

সিবিএসই-র এই মিম নেট নাগরিকদের মন জয় করে নিয়েছে ৷ 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে এই পোস্ট 2000-এর বেশি লাইক পেয়েছে ৷ অনেকে আবার উল্টো প্রতিক্রিয়াও দিয়েছেন ৷ বোর্ডের সমালোচনা করে কয়েকজন বলেছেন, সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ না করে বোর্ড মিম প্রকাশ করছে ৷

ABOUT THE AUTHOR

...view details