নয়াদিল্লি, 22 জুলাই: দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করলেও এবারও কোনও মেধাতালিকা (Merit List) প্রকাশ করা হবে না ৷ এমনটাই জানিয়ে দিল সিবিএসই (Central Board of Secondary Education) কর্তৃপক্ষ ৷ শুক্রবারই সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশের ফল প্রকাশিত হয় (CBSE Result 2022) ৷ আর তারপরই পরীক্ষা নিয়ামক সন্যম ভরদ্বাজ (Examination Controller Sanyam Bhardwaj) জানান, ছাত্রছাত্রীদের মধ্যে যাতে কোনও 'অস্বাস্থ্যকর প্রতিযোগিতা' (Unhealthy Competition) শুরু না হয়, তা নিশ্চিত করতেই এবছরও মেধাতালিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
প্রসঙ্গত, এর আগে 2020 এবং 2021 সালেও সিবিএসই কর্তৃপক্ষ দশম ও দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করেনি ৷ তবে, সেই সময় পরিস্থিতি একেবারেই আলাদা ছিল ৷ দু'বারই করোনার কারণে পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল ৷ ফলে বিকল্প উপায়ে পড়ুয়াদের বার্ষিক মূল্যায়ন করা হয় ৷ কিন্তু, এ বছর সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় শেষমেশ পরীক্ষা হয় ৷
আরও পড়ুন:CBSE 10th Result 2022: দ্বাদশের পর একই দিনে দশমের ফল প্রকাশ, ছাত্রদের ছাপিয়ে গেল ছাত্রীরা
এই প্রসঙ্গে সন্যম ভরদ্বাজ বলেন, "পর্ষদের পূর্বেকার সিদ্ধান্ত অনুযায়ী, এবারও কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না ৷ পড়ুয়াদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা বন্ধ করতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ পাশাপাশি, কোনও সফল পরীক্ষার্থীকে কোনও বিভাগের আওতাভুক্ত করা হবে না ৷ অর্থাৎ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ বা তৃতীয় বিভাগ বলে কিছু থাকবে না ৷ তবে, পর্ষদের পক্ষ থেকে কেবলমাত্র 0.1 শতাংশ কৃতী পরীক্ষার্থীকে মেরিট সার্টিফিকেট দেওয়া হবে ৷ যে পরীক্ষার্থী যে বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে, সেই পরীক্ষার্থীকে সেই বিষয়ের জন্যই শুধুমাত্র এই শংসাপত্র দেওয়া হবে ৷"
প্রসঙ্গত, এবারের বোর্ড পরীক্ষায় দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণিতে যথাক্রমে 94.40 এবং 92.70 শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে ৷ দ্বাদশের পরীক্ষায় 1 লক্ষ 34 হাজার 797 জন 95 শতাংশের বেশি এবং 33 হাজার 432 জন 90 শতাংশের বেশি নম্বর পেয়েছে ৷ অন্যদিকে, দশমের পরীক্ষায় 64 হাজার 908 জন 95 শতাংশের বেশি এবং 2 লক্ষ 36 হাজার 993 জন 90 শতাংশের বেশি নম্বর ঝোলায় পুরেছে ৷