নয়াদিল্লি, 17 জুন : দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে করা হতে পারে, তা আজ সুপ্রিম কোর্টকে জানাতে চলেছে সিবিএসই ৷ সূত্রের খবর, এই সপ্তাহেই প্রকাশ হতে পারে শিক্ষার্থীদের মূল্যায়নের মানদণ্ড ৷ 12 সদস্যের বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রস্তুত করা হতে পারে এই মানদণ্ড ।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফলাফল ও নম্বর দেওয়ার বিষয়টি দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটিতে শিক্ষামন্ত্রকের যুগ্মসচিব এবং প্রবীণ আইএএস কর্মকর্তা বিপিন কুমার সহ 12 জনকে রাখা হয়েছে ৷ সিবিএসই-র তরফে 4 জুন এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয় ৷
বিজ্ঞপ্তি জারি করার সময় সিবিএসইর কন্ট্রোলার অফ এগজ়ামিনেশন সানিয়াম ভরদ্বাজ জানান, এই কমিটিতে 12 জন সদস্যের এই কমিটি শিক্ষার্থীদের উন্নতি এবং তাদের মার্কশিট প্রস্তুত করার বিষয়গুলি স্থির করবে ৷