পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কীভাবে হতে পারে দ্বাদশ শ্রেণির মূল্যায়ন ? সুপ্রিম কোর্টে জানাল সিবিএসই - দ্বাদশ শ্রেণির মূল্যায়ন

দশম শ্রেণির 30 শতাংশ, একাদশ শ্রেণির 30 শতাংশ ও দ্বাদশ শ্রেণির 40 শতাংশ নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির বোর্ডের মূল্যায়ন করা যেতে পারে । সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে সিবিএসই ।

evaluation criteria for Class XII
ছবি

By

Published : Jun 17, 2021, 12:14 PM IST

নয়াদিল্লি, 17 জুন : ক্লাস টেন, ইলেভেন এবং ক্লাস টুয়েলভ-এর প্রি-বোর্ড পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ক্লাস টুয়েলভের পরীক্ষার মূল্যায়ন করা যেতে পারে । সুপ্রিম কোর্টকে জানাল সিবিএসই ।

এক্ষেত্রে দশম ও একাদশ শ্রেণির পরীক্ষার পাঁচটি পেপারের মধ্যে যে তিনটি পেপারে সবথেকে বেশি নম্বর পেয়েছেন পরীক্ষার্থীরা, সেই তিনটি পেপারের নম্বরকেই গণ্য করা হবে । দ্বাদশ শ্রেণির ইউনিট টেস্ট, টার্ম পরীক্ষা এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর দেখা হবে ।

সিবিএসই-র থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে, দশম শ্রেণির 30 শতাংশ, একাদশ শ্রেণির 30 শতাংশ ও দ্বাদশ শ্রেণির 40 শতাংশ নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির বোর্ডের মূল্যায়ন করা যেতে পারে ।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফলাফল ও নম্বর দেওয়ার বিষয়টি দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটিতে শিক্ষামন্ত্রকের যুগ্মসচিব এবং প্রবীণ আইএএস কর্মকর্তা বিপিন কুমার সহ 12 জনকে রাখা হয়েছে ৷ সিবিএসই-র তরফে 4 জুন এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয় ৷

বিজ্ঞপ্তি জারি করার সময় সিবিএসইর কন্ট্রোলার অফ এগজ়ামিনেশন সানিয়াম ভরদ্বাজ জানান, এই কমিটিতে 12 জন সদস্যের এই কমিটি শিক্ষার্থীদের উন্নতি এবং তাদের মার্কশিট প্রস্তুত করার বিষয়গুলি স্থির করবে ৷

প্রসঙ্গত, কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারিভাবে 1 জুন দ্বাদশ বোর্ডের পরীক্ষা বাতিল করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details