নয়াদিল্লি, 17 জুন : ক্লাস টেন, ইলেভেন এবং ক্লাস টুয়েলভ-এর প্রি-বোর্ড পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ক্লাস টুয়েলভের পরীক্ষার মূল্যায়ন করা যেতে পারে । সুপ্রিম কোর্টকে জানাল সিবিএসই ।
এক্ষেত্রে দশম ও একাদশ শ্রেণির পরীক্ষার পাঁচটি পেপারের মধ্যে যে তিনটি পেপারে সবথেকে বেশি নম্বর পেয়েছেন পরীক্ষার্থীরা, সেই তিনটি পেপারের নম্বরকেই গণ্য করা হবে । দ্বাদশ শ্রেণির ইউনিট টেস্ট, টার্ম পরীক্ষা এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর দেখা হবে ।
সিবিএসই-র থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে, দশম শ্রেণির 30 শতাংশ, একাদশ শ্রেণির 30 শতাংশ ও দ্বাদশ শ্রেণির 40 শতাংশ নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির বোর্ডের মূল্যায়ন করা যেতে পারে ।