নয়াদিল্লি, 1 ডিসেম্বর: বড় সিদ্ধান্ত নিল দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই ৷ শুক্রবার বোর্ডের তরফে জানানো হয়েছে, তাদের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার মার্কশিটে কোনও ডিভিশন, ডিস্টিংশন বা গড় নম্বরের উল্লেখ করা হবে না ৷ সিবিএসই এর পরীক্ষা নিয়ামক সান্যম ভরদ্বাজ জানিয়েছেন, বোর্ডের তরফে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের শতাংশ হিসেবও করা হবে না, তা মার্কশিটে উল্লেখও করা হবে না ৷ অর্থাৎ, শুধুমাত্র বিষয়পিছু পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর উল্লেখ করা হবে ৷
এদিন সান্যম ভরদ্বাজ জানান, পরীক্ষার্থীদের মার্কশিটে কোনও ডিভিশন বা গড় প্রাপ্ত নম্বরের উল্লেখ করা হবে না ৷ যদি কোনও পরীক্ষার্থী 5টির বেশি বিষয় নিয়ে পরীক্ষা দেয় সেক্ষেত্রে সেরা পাঁচটি বিষয় হিসেবের দায়িত্ব বোর্ড নেবে না ৷ পরবর্তী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বা সংস্থা তাদের মতো করে সেই পরীক্ষার্থীর সেরা 5টি বিষয় হিসেব করে নেবে ৷