দিল্লি, 31 ডিসেম্বর : আগামী বছরের 4 মে থেকে 10 জুন পর্যন্ত চলবে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷ আজ বিকেল পাঁচটা নাগাদ নিজের টুইটার হ্যান্ডেলে একথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৷ তারপরই সন্ধে ছয়টা নাগাদ শিক্ষামন্ত্রকে নিজের অফিস থেকে ভার্চুয়ালি 2021-এর সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করেন৷
আগামী বছর অর্থাৎ 2021-এর 4 মার্চ থেকে 10 জুন পর্যন্ত চলবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ তবে এখনও পর্যন্ত পরীক্ষার সূচি ঘোষণা করা হয়নি মন্ত্রকের তরফে ৷
আরও পড়ুন : সাহিত্য়ে অনবদ্য় অবদান, আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন কেন্দ্রীয়মন্ত্রী