পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CBSE Gender Stereotyping Row : বিতর্কের মুখে নারীবিদ্বেষী প্রশ্ন বাতিল সিবিএসই-র, লোকসভায় সরব সোনিয়া

শনিবার ছিল সিবিএসই-র দশম শ্রেণির ইংরেজি ভাষার পরীক্ষা ৷ সেখানে দেওয়া প্রশ্নে নারীবিদ্বেষী মন্তব্য ছিল বলে অভিযোগ ৷ এই নিয়ে বিতর্ক শুরু হয় ৷ লোকসভায় সরব হন সোনিয়া গান্ধি ৷ পরে প্রশ্ন বাতিল করে সিবিএসই (CBSE Drops Controversial Passage) ৷

13893556_thumbnail_3x2_soniacbse_aspera.jpg
সোনিয়া গান্ধি

By

Published : Dec 13, 2021, 7:35 PM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর : সিবিএসই-র প্রশ্ন বিতর্ক (CBSE Question Controversy) ৷ দশম শ্রেণির প্রশ্নপত্রে নারীবিদ্বেষমূলক প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ (CBSE Gender Stereotyping Row) ৷ যা নিয়ে সোমবার লোকসভায় সরব হন রায়বরেলীর কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধি (Congress MP Sonia Gandhi raised voice on CBSE Question Controversy) ৷ পরে অবশ্য ওই প্রশ্ন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE Drops Controversial Passage) ৷ ওই প্রশ্নে পড়ুয়াদের পুরো নম্বর দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

শনিবার সিবিএসই-র এই প্রশ্ন বিতর্ক সামনে আসে ৷ দশম শ্রেণির ইংরেজি ভাষার পরীক্ষায় দু’টি বিষয়ের উপর লিখতে বলা হয়েছিল পরীক্ষার্থীদের ৷ সেখানে বেশ কিছু আপত্তিকর বাক্য ছিল ৷ যেমন, নারীদের স্বাধীনতা দিলে সন্তানদের উপর মা-বাবার কর্তৃত্ব কমে যায় ৷ স্বামীর কথা শুনে চলেন যে স্ত্রীরা, তাঁদের সন্তানরাও মায়ের অনুগত হয় ৷

এই নিয়েই বিতর্ক তৈরি হয় ৷ এই প্রশ্ন দু’টি নারীবিদ্বেষমূলক বলে অভিযোগ ওঠে ৷ সোমবার লোকসভার জিরো আওয়ারে এই বিষয়টি উত্থাপন করেন সোনিয়া গান্ধি ৷ তিনি ওই প্রশ্ন বাদ দেওয়ার দাবি তোলেন ৷ সরকারকে এই নিয়ে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন ৷ পাশাপাশি কেন এমন হল, তা খতিয়ে দেখার আবেদন জানান তিনি ৷

এই ইস্যুতে লোকসভায় হইহট্টগোল হয় ৷ কংগ্রেস, আইইউএমএল, ডিএমকে, এনসিপি ও ন্যাশনাল কনফারেন্স লোকসভা থেকে ওয়াক আউট করে ৷

আরও পড়ুন :Priyanka Attacks Yogi Government : যোগী-রাজ্যে জীবিত গরুদের মাটি চাপা, টুইটে সরব প্রিয়াঙ্কা

বিতর্কের জেরে প্রশ্ন বাতিল করার কথা ঘোষণা করে সিবিএসই ৷ ওই প্রশ্নে প্রত্যেককেই পুরো নম্বর দেওয়া হবে বলেও তারা জানিয়েছে ৷ সিবিএসই-র পরীক্ষা নিয়ন্ত্রক সান্যম ভরদ্বাজ জানান, তাদের দেওয়া গাইডলাইন মেনে এই প্রশ্ন করা হয়নি ৷ তাই পুরো বিষয়টি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয় ৷ তাঁদের পরামর্শ মতো ওই প্রশ্ন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ওই প্রশ্ন যারা উত্তর দেওয়ার চেষ্টা করেছে, প্রত্য়েককে পুরো নম্বর দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details