পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CBSE Results : দ্বাদশ শ্রেণির প্রথম পর্যায়ের পরীক্ষার ফল ঘোষণা সিবিএসই-র - CBSE Results

গত বছর সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়েছিল যে এবার দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষা দুটো পর্যায়ে হবে ৷ প্রথম পর্যায় বা টার্ম-1 এর পরীক্ষা হয় গত বছর নভেম্বরের 30 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত ৷ সেই ফল প্রকাশ করা হল (CBSE Declares Class 12 Term-1 Results) ৷

cbse-declares-class-12-term-1-results
CBSE Results : দ্বাদশ শ্রেণির প্রথম পর্যায়ের পরীক্ষার ফল ঘোষণা সিবিএসই-র

By

Published : Mar 19, 2022, 9:55 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ : দ্বাদশ শ্রেণির প্রথম পর্বের পরীক্ষার ফল স্কুলগুলিকে জানিয়ে দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কর্তৃপক্ষ (CBSE Declares Class 12 Term-1 Results) ৷ সিবিএসই-র আধিকারিকদের থেকেই বিষয়টি জানা গিয়েছে ৷ গত বছর কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষার এই নিয়ামক বোর্ড (Central Board of Secondary Education) জানিয়েছিল যে এবার দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষা দুটো পর্যায়ে হবে ৷ প্রথম পর্যায় বা টার্ম-1 এর পরীক্ষা হয় গত বছর নভেম্বরের 30 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত ৷

সিবিএসই (CBSE)-র এক আধিকারিক জানিয়েছেন, প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর স্কুলগুলির কাছেই রয়েছে ৷ তাঁরা শুধু লিখিত পরীক্ষার ফল স্কুলগুলিকে জানিয়েছেন ৷ সিবিএসই ইতিমধ্যে দ্বিতীয় দফার পরীক্ষার সূচি ঘোষণা করেছে ৷ গত শুক্রবার ওই সূচি ঘোষণা করা হয় ৷ আগামী 26 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে ৷

এর আগে গত 12 মার্চ সিবিএসই কর্তৃপক্ষ দশম শ্রেণির টার্ম-1 এর ফল স্কুলগুলিকে জানিয়েছিল ৷

আরও পড়ুন :CBSE Offline Exam : এপ্রিলে সিবিএসই দশম-দ্বাদশের পরীক্ষা নেবে অফলাইনে

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details