পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CBSE Class 10 Result 2021 : ঘোষিত হল সিবিএসই দশম শ্রেণির ফল, পাশের হার 99.04 শতাংশ - CBSE Class 10 Result 2021

ছাত্রছাত্রীরা www.cbse.nic.in, www.cbseresults.nic.in বা www.cbse.gov.in ওয়েবসাইটে গিয়ে ফলাফল চেক করতে পারবেন ৷

CBSE RESULT
CBSE RESULT

By

Published : Aug 3, 2021, 12:12 PM IST

Updated : Aug 3, 2021, 1:33 PM IST

নয়াদিল্লি, 3 অগস্ট : সিবিএসই বোর্ড দশম শ্রেণির ফলাফল ঘোষণা করল ৷ করোনা সংক্রমণের কারণে এবার দশম শ্রেণির পরীক্ষা হয়নি ৷ সিবিএসই-র মূল্যায়ন নীতি অনুযায়ী মার্কস নির্ধারণ করা হয়েছে ৷ সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় এবছর পাশের হার রেকর্ড ৷ প্রায় একশো শতাংশের কাছাকাছি পড়ুয়া পাশ করেছে ৷ মোট পাশের হার 99.04 শতাংশ ৷ এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 20 লাখ 97 হাজার 128 জন ৷ পাশ করেছেন 20 লাখ 76 হাজার 997 জন ৷ মোট পাশের হার 99.04 শতাংশ ৷ এখনও 16 হাজারের বেশি পড়ুয়ার ফলাফল অসম্পূর্ণ রয়েছে ৷

এবার সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেছে 98.89 শতাংশ ছাত্র ৷ এবং 99.29 শতাংশ ছাত্রী পাশ করেছে ৷ পাশের ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা 0.35 শতাংশ এগিয়ে রয়েছে ৷ কেন্দ্রীয় বিদ্যালয়ের ফলাফল 100 শতাংশ ৷ নিরাপত্তার কারণে এবার রেজিস্ট্রেশনের সময় মোবাইল নম্বর এবং ওটিপি রাখা হয়েছিল ৷ ডিজিটাল লকারে মার্কশিট সেভ করে রাখা হয়েছে ৷ ইমেল মারফত ছাত্রছাত্রীদের কাছে মার্কশিট পৌঁছাবে ৷

পাশের হারের ক্ষেত্রে এগিয়ে রয়েছে মেয়েরা ৷ ছেলেদের পাশের হার 98.89 শতাংশ ৷ সেখানে মেয়েদের পাশের হার 99.24 শতাংশ ৷ ট্রান্সজেন্ডারদের মধ্যে পাশের হার 100 শতাংশ ৷ 2 লাখের বেশি পড়ুয়া 90 শতাংশ বা তার বেশি বেশি নম্বর পেয়েছে ৷ সেখানে 57824 জন পড়ুয়া 95 শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৷

আরও পড়ুন : CBSE RESULT : সিবিএসই রেজাল্টে পাশের হারে রেকর্ড, টুইটে শুভেচ্ছা মোদির

পাশের হার সবচেয়ে বেশি ত্রিবান্দ্রমে ৷ এরপর রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, পুনে, আজমের, পটনা, ভুবনেশ্বর, ভোপাল, ছত্তিশগড়, দেরাদুন, প্রয়াগরাজ, নয়ডা, দিল্লি পশ্চিম, দিল্লি পূর্ব এবং গুয়াহাটি ৷ ত্রিবান্দ্রমে পাশের হার 99.99 শতাংশ ৷ দিল্লিতে পাশের হার 98.19 শতাংশ ৷ বিদেশি ছাত্রদের মধ্যে পাশের হার 99.92 শতাংশ ৷ ছাত্রছাত্রীরা www.cbse.nic.in, www.cbseresults.nic.in বা www.cbse.gov.in ওয়েবসাইটে গিয়ে ফলাফল চেক করতে পারবেন ৷

Last Updated : Aug 3, 2021, 1:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details