রাঁচি, 10 ডিসেম্বর:কলকাতার ব্যবসায়ী অমিত আগরওয়ালের কাছ থেকে কি সত্যিই তোলা আদায় করেছিলেন ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমার (Rajib Kumar) ? এই অভিযোগ সত্যি হলে অমিতকে ঠিক কী ভয় দেখিয়েছিলেন রাজীব ? তাঁর হাতে অমিতের বিরুদ্ধে কী কী অস্ত্র ছিল ? এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ আর তাই কলকাতা পুলিশের (Kolkata Police) আধিকারিকদের সঙ্গে কথা বলতে পশ্চিমবঙ্গে আসছেন সংশ্লিষ্ট সিবিআই (CBI) আধিকারিকরা ৷
ঘটনা প্রসঙ্গে একটু পিছনে ফেরা যাক ৷ সম্প্রতি কলকাতার একটি মল থেকে রাজীব কুমারকে গ্রেফতার (Jharkhand Lawyer Arrest Case) করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশ ৷ পুলিশের দাবি, অমিত আগরওয়াল নামে এক ব্যবসায়ীর কাছে 10 কোটি টাকা তোলা চেয়েছিলেন রাজীব ৷ সেই টাকা না পেলে তাঁকে জনস্বার্থ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন রাজীব ! এই অবস্থায় রাজীবকে তখনকার মতো 50 লক্ষ টাকা দিতে রাজি হন কলকাতার ব্যবসায়ী অমিত আগরওয়াল ৷ সেই টাকার হাতবদলের সময়েই রাজীবকে হাতেনাতে পাকড়াও করা হয় বলে দাবি কলকাতা পুলিশের ৷