নয়াদিল্লি, 16 অক্টোবর: রাজনাধীতে আবগারি নীতি প্রয়োগ করা নিয়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সমন পাঠাল সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তাঁকে সোমবার, 17 অক্টোবর সকাল 11টায় দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে ৷
আপ নেতা টুইট করে বিষয়টি জানিয়েছেন ৷ দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (CBI summons Manish Sisodia) লিখেছেন, "সিবিআই আমার বাড়িতে 14 ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে ৷ কিছুই পায়নি ৷ আমার ব্যাংক লকার দেখেছে, সেখান থেকেও কোনও কিছু বেরিয়ে আসেনি ৷ আমার গ্রামেও খুঁজে কিছু পায়নি ৷ এবার তারা আমায় আগামিকাল সকাল 11টায় সিবিআইয়ের সদর দফতরে ডেকে পাঠিয়েছে ৷ আমি যাব এবং তদন্তে পুরো সহযোগিতা করব ৷ সত্যমেব জয়তে ৷"
আরও পড়ুন: Kejriwal Praises Sisodia সিসোদিয়ার সততা দেশের সামনে প্রমাণিত, লকারে সিবিআই তল্লাশি নিয়ে তোপ কেজরির