পশ্চিমবঙ্গ

west bengal

CBI Summons Manish: বাড়িতে তল্লাশি অভিযান ! মণীশ সিসোদিয়াকে তলব সিবিআইয়ের

By

Published : Oct 16, 2022, 12:44 PM IST

Updated : Oct 16, 2022, 1:42 PM IST

দিল্লির উপমুখ্যমন্ত্রীকে সদর দফতরে হাজিরা দেওয়ার কথা জানাল সিবিআই ৷ সোমবার সকাল 11টায় মণীশ সিসোদিয়া সেখানে পৌঁছবেন বলে জানিয়েছেন (Manish Sisodia to cooperate with CBI) ৷

Manish Sisodia CBI News
ETV Bharat

নয়াদিল্লি, 16 অক্টোবর: রাজনাধীতে আবগারি নীতি প্রয়োগ করা নিয়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সমন পাঠাল সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তাঁকে সোমবার, 17 অক্টোবর সকাল 11টায় দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে ৷

আপ নেতা টুইট করে বিষয়টি জানিয়েছেন ৷ দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (CBI summons Manish Sisodia) লিখেছেন, "সিবিআই আমার বাড়িতে 14 ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে ৷ কিছুই পায়নি ৷ আমার ব্যাংক লকার দেখেছে, সেখান থেকেও কোনও কিছু বেরিয়ে আসেনি ৷ আমার গ্রামেও খুঁজে কিছু পায়নি ৷ এবার তারা আমায় আগামিকাল সকাল 11টায় সিবিআইয়ের সদর দফতরে ডেকে পাঠিয়েছে ৷ আমি যাব এবং তদন্তে পুরো সহযোগিতা করব ৷ সত্যমেব জয়তে ৷"

আরও পড়ুন: Kejriwal Praises Sisodia সিসোদিয়ার সততা দেশের সামনে প্রমাণিত, লকারে সিবিআই তল্লাশি নিয়ে তোপ কেজরির

আবগারী নীতি (Excise Policy) নিয়ে ইন্দো স্পিরিটস-এর কর্ণধার সমীর মহেন্দ্রু, গুরুগ্রামের বাডি রিটেল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অমিত অরোরা, ইন্ডিয়া এহেড নিউজ-এর ম্যানেজিং ডিরেক্টর মুথা গৌতম-সহ বহু লোককে জেরা করেছে সিবিআই ৷

আপ কর্মী বিজয় নায়ারকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তিনি বিনোদন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি 'ওনলি মাচ লাউডার' সংস্থার প্রাক্তন সিইও ৷ এছাড়া হায়দরাবাদের ব্যবসায়ী অভিষেক বোয়েনপল্লীও গ্রেফতার হয়েছেন ৷ সিবিআই বিশেষ আদালতে আপ নেতা সিসোদিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনা দিল্লি আবগারী নীতির (Delhi Excise Policy) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তে মত দিয়েছেন ৷ গত বছরের নভেম্বর থেকে এই তদন্ত চলছে ৷

Last Updated : Oct 16, 2022, 1:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details