পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CBI Summons Kejriwal: আবগারি মামলায় এবার কেজরিকে তলব সিবিআইয়ের, রবিতে জিজ্ঞাসাবাদ - অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির আবগারি কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য 16 এপ্রিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠাল সিবিআই ৷ এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে ।

Arvind Kejriwal ETV Bharat
অরবিন্দ কেজরিওয়াল

By

Published : Apr 14, 2023, 6:16 PM IST

Updated : Apr 14, 2023, 6:53 PM IST

নয়াদিল্লি, 14 এপ্রিল: আবগারি কেলেঙ্কারিতে এ বার ডাক পড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ আগামী 16 এপ্রিল, রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই । শুক্রবার আধিকারিকদের সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ সিবিআই বেশ কয়েকটি প্রশ্নের একটি তালিকা তৈরি করেছে, যার ভিত্তিতে তারা জিজ্ঞাসাবাদ করবে কেজরিওয়ালকে । তদন্তকারী দলের প্রশ্নের উত্তর দিতে অরবিন্দ কেজরিওয়ালকে বেলা 11টায় সংস্থার সদর দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই এই মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে । অভিযোগ করা হয়েছে যে, মদ ব্যবসায়ীদের লাইসেন্স দিতে 2021-22-এর জন্য দিল্লি সরকারের আবগারি নীতি নির্দিষ্ট কিছু ডিলারের পক্ষে ছিল, যাঁরা এর জন্য ঘুষ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে আম আদমি পার্টি ৷ পরে এই আবগারি নীতিটি বাতিল করা হয় ।

2022 সালের 17 অগস্ট এই নিয়ে এফআইআর দায়ের করা হয় ৷ সিবিআই-এর এক মুখপাত্র জানিয়েছেন, আবগারি নীতিতে পরিবর্তন, লাইসেন্সধারীদের অযৌক্তিক সুবিধা প্রদান, লাইসেন্স ফি মাফ/কমানো, অনুমোদন ছাড়াই এল-1 লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি ইত্যাদি-সহ নানা অনিয়ম করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে । তিনি আরও বলেন, এই কাজের কারণে বেসরকারি পক্ষগুলি তাদের অ্যাকাউন্টের বইয়ে মিথ্যা এন্ট্রি করে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের বেআইনি সুবিধা প্রদান করেছিল বলেও অভিযোগ রয়েছে ।

বিজেপি সাংসদ প্রবেশ ভার্মা টুইট করেছেন যে, প্রত্যেক দুর্নীতিগ্রস্ত ব্যক্তির অবশ্যই শেষ হবে । হাজার কোটি টাকার আবগারি কেলেঙ্কারিতে নতুন নীতির আসল মাস্টারমাইন্ড অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই-এর সমন পাঠানো, স্পষ্টতই দেখায় যে দুর্নীতির জন্য যিনি দিল্লিকে মদের হাব বানিয়েছিলেন তিনি একদিন কারাগারে থাকবেন ।

টুইট করে কেজরিওয়ালকে নিশানা করেছেন বিজেপি নেতা কপিল মিশ্রও । তিনি লিখেছেন যে, অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডেকেছে । আবগারি কেলেঙ্কারিতে জেরা করা হবে অরবিন্দ কেজরিওয়ালকে । এই দুর্নীতির অভিযুক্তরা স্বীকার করেছেন যে, তাঁরা ফেসটাইমে কেজরিওয়ালের সঙ্গে কথা বলার পরে টাকা দিয়েছেন ।

আরও পড়ুন:মোদির ডিগ্রি চেয়ে বিপাকে কেজরি, আদালত জরিমানা করতেই আসরে বিজেপি

Last Updated : Apr 14, 2023, 6:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details