বালাসোর, 6 জুন:একসঙ্গে তিনটি দুুর্ঘটনা কীভাবে হল, তার তদন্তভার বর্তেছে সিবিআই'য়ের উপর ৷ আগেই দুর্ঘটনায় সরকারের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করছিল রেল বোর্ড, এমনটাই জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার সেইমতো সিবিআইয়ের 10 জনের একটি দল পৌঁছয় ঘটনাস্থলে। প্রথমে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তারা। পাশপাশি দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করেন। সিবিআইয়ের সঙ্গে ছিলেন রেলের আধিকারিকরাও ৷ দুর্ঘটনার সময়ে কর্তব্যরত রেলকর্মীদের বয়ানও শোনা হয় ৷ প্রয়োজনীয় সকল প্রামাণ্য নথি সংগ্রহের পর ওড়িশা ট্রেন বিপর্যয়ে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
মঙ্গলবার সকালে বাহানাগা বাজার স্টেশনে এসে প্রথমেই সিবিআই আধিকারিকরা ঢুকে যান স্টেশন ম্যানেজারের ঘরের প্যানেল রুমে ৷ পরে কয়েকটি দলে ভাগ হয়ে একাধিক জায়গায় হানা দেন তারা। প্যানেল সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করেন ৷ কীভাবে প্যানেল পরিচালিত হয়, সে সম্পর্কে স্টেশন ম্যানেজার-সহ বাকি রেল কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন ৷ এরপর যান রিলে রুমের সামনে ৷ এদিন স্টেশন ম্যানেজারের ঘরে বসেই সিবিআই আধিকারিকরা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেন। স্টেশন অপারেশন সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করেন ৷ এই দুর্ঘটনায় বার বার সামনে আসছে ষড়যন্ত্রের তত্ত্ব ৷ তাই প্যানেল রুম দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক্ষেত্রে ৷ সূত্রের খবর, পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে।