রাঁচি, 15 ফেব্রুয়ারি : পশুখাদ্য মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করল সিবিআইয়ের বিশেষ আদালত ৷ 21 ফেব্রুয়ারি তাঁর চূড়ান্ত সাজা ঘোষণা করবে আদালত (CBI Special Court convicts RJD Chief Lalu Prasad Yadav in Fodder Scam Case) ৷ ডোরান্ডা ট্রেজারির 139 কোটিরও বেশি টাকা তছরূপের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আরজেডি প্রধান (Rashtriya Janata Dal, RJD) ৷
এবছর 29 জানুয়ারি আদালতে এই মামলার সওয়াল-জবাব পর্ব শেষ হয় ৷ কিন্তু রায় ঘোষণা করেনি কোর্ট ৷ এর আগে অন্য 4টি পশুখাদ্য মামলায় 14 বছরের জেল খেটেছেন লালুপ্রসাদ ৷ ঝাড়খণ্ড হাইকোর্ট 2021-এর এপ্রিলে তাঁর জামিন মঞ্জুর করে ৷
সিবিআইয়ের আইনজীবী বলেন, "লালুপ্রসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ এরপর সাজা ঘোষণা হবে ৷" 2021-র ফেব্রুয়ারি মাস থেকে এই মামলার শুনানি চলছে ৷ সিবিআইয়ের স্পেশ্যাল কোর্টে (Special CBI, Central Bureau of Investigation) বিচারপতি এস কে শশী লালুপ্রসাদ-সহ 99 জনের বিরুদ্ধে শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন ৷ এই মামলার শেষ অভিযুক্ত ডাঃ শৈলেন্দ্র কুমারকে নিয়ে সওয়াল-জবাব পর্ব শেষ হয় 29 জানুয়ারি ৷ সাজা ঘোষণার দিন সব অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত ৷