নয়াদিল্লি, 21 অক্টোবর: বহুজাতিক কোম্পানির জালিয়াতি বিভাগের একজন সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে নিজেকে জাহির করে মার্কিন-নাগরিককে প্রতারণার অভিযোগ ৷ আমেদাবাদের এক ব্যক্তির কাছ থেকে প্রায় 7.7 কোটি টাকা (9 লক্ষ 30 হাজার মার্কিন ডলার) মূল্যের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করল সিবিআই ৷ আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর তথ্যের উপর ভিত্তি করে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) রামাবত শৈশভের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে ৷ অভিযোগ, তিনি ফোনে মার্কিন নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং অ্যামাজনের জালিয়াতি বিভাগ থেকে নিজেকে জেমস কার্লসন হিসাবে পরিচয় দিয়েছিলেন ৷
তল্লাশিতে সিবিআই রামাবত শৈশভের ই-ওয়ালেটে 28 বিটকয়েন, 55 ইথেরিয়াম, 25 হাজার 572 রিপল এবং 77 ইউএসডিটি পেয়েছে । এগুলি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় সরকারের ওয়ালেটে স্থানান্তর করা হয়েছে ৷ এমনটাই তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ওই আমেরিকান ব্যক্তিকে বোঝান যে অ্যামাজনে তাঁর অ্যাকাউন্টটি অসাধু কাজ এবং চারটি ভিন্ন রাজ্য থেকে ই-কমার্স প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে তাঁর সামাজিক নিরাপত্তা ব্যবহার করা হচ্ছে ।
সিবিআইয়ের মুখপাত্র বলেন, "এটিও অভিযোগ করা হয়েছিল যে রামাবত শৈশভ ওই মার্কিন নাগরিককে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলতে বাধ্য করেছিল এবং সেই টাকা রকিটকয়েন এটিএম ওয়ালেটে বিটকয়েনে জমা করতে প্ররোচিত করেছিল ৷ এর জন্য একটি জাল কিউআর কোডও ওই ব্যক্তিকে দেওয়া হয়েছিল ৷ যেটা দিয়ে ভুক্তভোগীকে জানানো হয়েছিল যে তাঁর নামে মার্কিন ট্রেজারিতে অ্যাকাউন্ট খোলা হয়েছে ৷"