নয়াদিল্লি, 20 অগস্ট: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাসভবনে একটানা প্রায় 15 ঘণ্টা ধরে তল্লাশি চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ আপ নেতার বিরুদ্ধে অভিযোগ হল, 2021-22 অর্থবর্ষে তিনি আবগারি নীতির অপপ্রয়োগ করেছেন ৷ তার জেরেই সিবিআই (CBI)-এর এই অভিযান ৷ যদিও মণীশের বক্তব্য, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জনপ্রিয়তায় ভয় পেয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেই কারণেই দিল্লির সরকারকে নাস্তানাবুদ করার চেষ্টা হচ্ছে ৷ মণীশের আশঙ্কা, আগামী তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হবে ৷
শনিবার এই প্রসঙ্গে মণীশ বলেন, "হয়তো আগামী তিন থেকে চারদিনের মধ্যেই সিবিআই আমাকে গ্রেফতার করবে ৷ কিন্তু, আমরা ভয় পাব না ৷ আপনারা আমাদের ভাঙতে পারবেন না ৷ 2024 সালের নির্বাচন আপ বনাম বিজেপি-র মধ্যেই হবে ৷ আসলে আবগারি নীতি নিয়ে কোনও সমস্যা নেই ৷ ওদের (বিজেপি তথা কেন্দ্রীয় সরকার) সমস্যা হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ কেজরিওয়ালকে দমানোর জন্যই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ আমার বাড়িতে অভিযান চালানো হচ্ছে ৷ আমি কোনও দুর্নীতি করিনি ৷ আমি শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালের শিক্ষামন্ত্রী ৷"
প্রসঙ্গত, আগেই সংবাদমাধ্যমকে মণীশ জানিয়েছেন, তাঁদের বাড়ির সর্বত্র তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ উপমুখ্যমন্ত্রীর কম্পিউটার, মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে তারা ৷ সেইসঙ্গে, বাড়িতে থাকা বেশ কিছু ফাইল তুলে নিয়ে গিয়েছেন গোয়েন্দারা ৷ মণীশের সাফ কথা, তিনি কোনও বেআইনি কাজ করেননি ৷ তাঁকে শুধুমাত্র ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ৷ মণীশের কথায়, "শুক্রবার সকালে সিবিআই-এর প্রতিনিধিদল আমাদের বাড়ি পৌঁছয় ৷ সারা বাড়িতে তল্লাশি চালায় তারা ৷ আমি এবং আমাদের পরিবারের সদস্যরা গোয়েন্দাদের সবরকমভাবে সহযোগিতা করেছি ৷ ওঁরা আমার কম্পিউটার এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন ৷ বেশ কিছু ফাইলও নিয়ে গিয়েছেন ৷" মণীশের দাবি, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার খুব ভালো কাজ করছে ৷ তাতেই ভয় পেয়েছে কেন্দ্রের মোদি সরকার ৷ সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে হাতিয়ার করে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হচ্ছে ৷