নয়াদিল্লি, 25 নভেম্বর: 'ক্যাশ ফর কোয়ারি' নিয়ে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই ৷ সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে লোকপালের সুপারিশ মেনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই ৷ প্রাথমিক মামলা নথিভুক্ত করা হয়েছে বলে শনিবার সিবিআই সূত্রে জানা গিয়েছেন।
সংসদে প্রশ্ন করার জন্য ঘুষ নেওয়ার অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে লোকপালের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদ মহুয়ার বিরুদ্ধে আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করার অভিযোগও করেছিলেন। লোকসভার এথিক্স কমিটিও ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে লোকসভার অধ্যক্ষের কাছে ৷ একইসঙ্গে লোকপালের কাছেও এথিক্স কমিটি জানিয়েছে, মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত করতেই পারে ৷
সূত্রের খবর, সিবিআই একটি প্রাথমিক মামলা নথিভুক্ত করেছে ৷ অভিযোগগুলি পূর্ণাঙ্গ তদন্তের যোগ্য কি না, তা নিশ্চিত করা হবে ৷ তারপরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত চলাকালীন পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে সিবিআই এটিকেই এফআইআরে পরিবর্তন করতে পারে বলেও খবর।