পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টাকার বিনিময়ে প্রশ্ন ! তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআইয়ের - সিবিআই

CBI registers PE against TMC MP Mahua Moitra. সংসদে প্রশ্ন করার জন্য ঘুষ নেওয়ার অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে লোকপালের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদ মহুয়ার বিরুদ্ধে আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করার অভিযোগও করেছিলেন। লোকসভার এথিক্স কমিটিও ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে লোকসভার অধ্যক্ষের কাছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 6:49 PM IST

Updated : Nov 25, 2023, 7:49 PM IST

নয়াদিল্লি, 25 নভেম্বর: 'ক্যাশ ফর কোয়ারি' নিয়ে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই ৷ সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে লোকপালের সুপারিশ মেনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই ৷ প্রাথমিক মামলা নথিভুক্ত করা হয়েছে বলে শনিবার সিবিআই সূত্রে জানা গিয়েছেন।

সংসদে প্রশ্ন করার জন্য ঘুষ নেওয়ার অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে লোকপালের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদ মহুয়ার বিরুদ্ধে আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করার অভিযোগও করেছিলেন। লোকসভার এথিক্স কমিটিও ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে লোকসভার অধ্যক্ষের কাছে ৷ একইসঙ্গে লোকপালের কাছেও এথিক্স কমিটি জানিয়েছে, মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত করতেই পারে ৷

সূত্রের খবর, সিবিআই একটি প্রাথমিক মামলা নথিভুক্ত করেছে ৷ অভিযোগগুলি পূর্ণাঙ্গ তদন্তের যোগ্য কি না, তা নিশ্চিত করা হবে ৷ তারপরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত চলাকালীন পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে সিবিআই এটিকেই এফআইআরে পরিবর্তন করতে পারে বলেও খবর।

উৎকোচ এবং উপহারের বিনিময়ে ব্যবসায়ী দর্শন হিরানন্দানীর নির্দেশে মহুয়া আদানি গ্রুপ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। যদিও মহুয়া অন্যায়ের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন ৷ একইসঙ্গে তিনি দাবি করেছেন, তাঁকে নিশানা করা হচ্ছে; কারণ তিনি আদানি গ্রুপের চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সংসদে।

এই বিষয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এটি বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র। তারা সিবিআই, ইডিকে অপব্যবহার করছে। অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ফ্রন্টাল অর্গানাইজেশন হিসাবে কাজ করাচ্ছে ৷ যেহেতু বিজেপি পশ্চিমবঙ্গে হেরে যাচ্ছে বারবার, তাই তারা তৃণমূল নেতাদের বেছে বেছে টার্গেট করছে ৷" (পিটিআই)

আরও পড়ুন

  1. যাঁর হাত ধরে রাজনীতিতে পরিচয় তাঁর বিরুদ্ধেই এফআইআর, শুভেন্দুকে পালটা তৃণমূলের
  2. এথিক্স কমিটিকে তীব্র তোপ! কী কী অপেক্ষা করছে মহুয়ার জন্য ?
Last Updated : Nov 25, 2023, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details