নয়াদিল্লি, 29 জুলাই: দুই কুকি তরুণীর বিবস্ত্র করে হাঁটানো ও যৌন নির্যাতনের ভিডিয়ো ভাইরালের ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই ৷ শনিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় সিবিআই প্রথম এফআইআর দায়ের করেছে ৷ এই ভিডিয়ো ভাইরালের ঘটনা ছাড়াও উত্তর-পূর্বের এই রাজ্যটির ছ'টি হিংসার ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
এরই মধ্যে আজ সকালেই অশান্ত মণিপুর পরিদর্শনে গিয়েছেন বিরোধী 'ইন্ডিয়ো' জোটের 21 জন সাংসদ ৷ তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেসের লোকসভা সাংসদ অধীর চৌধুরী, গৌরব গগৈ, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ৷ তিনি রওনা দেওয়ার আগে জানান, মণিপুরে মানুষের প্রাণহানির জন্য বিজেপি সরকার দায়ী ৷ মণিপুরে মুখ্যমন্ত্রীকে বদলানো হচ্ছে না ৷ তার কারণ তিনি বিজেপির ৷ প্রধানমন্ত্রীকেও তুলোধনা করেন সুস্মিতা দেব ৷
গত 4 মে মণিপুরে একদল উন্মত্ত জনতার বিরুদ্ধে ওই দুই তরুণীর উপর শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে ৷ তাঁদের মধ্যে একজনকে গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ ৷ 19 জুলাই এই ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ৷ এরপরই উত্তাল হয়ে ওঠে দেশ তথা রাজনীতি ৷ গত শুক্রবার মণিপুরের নগ্ন ভিডিয়ো ভাইরালের ঘটনার তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উপর ৷
আরও পড়ুন: মণিপুর ইস্যুতে কালো পোশাক পড়ে সংসদে বিক্ষোভ দেখাবে 'ইন্ডিয়া' সাংসদরা
কুকি সম্প্রদায়ের তরুণীদের উপর শারীরিক নিগ্রহের ঘটনায় 18 মে মণিপুরের থুবল জেলার নোঙ্গপোক সেকমাই থানা অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল ৷ সিবিআই সেই এফআইআরের তদন্তভার নিয়েছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে ৷ জানা গিয়েছে, সিবিআই আরও বেশ কয়েকজন মহিলা আধিকারিক, ফরেনসিক বিশেষজ্ঞকেও পাঠাবে ৷
এদিকে ইম্ফলে পৌঁছে লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, "আমরা রাজ্যপালের কাছে অনেকগুলি দাবি তুলে ধরব ৷ আমরা সমীক্ষা করতে চাই ৷" আরেক কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, "আমরা চাই মানুষের দাবি শুনুক সরকার ৷ আমরা মানুষের দাবির প্রতিনিধিত্ব করছি ৷" 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে ৷
আরও পড়ুন: 'এখানে-ওখানে না গিয়ে প্রধানমন্ত্রী কেন মণিপুর যাচ্ছেন না ?' বিধানসভায় তোপ মমতার
সংসদ অধিবেশনে প্রথম থেকেই মণিপুরের হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবি চেয়ে আসছে বিরোধী জোট ইন্ডিয়া এবং অন্য দলগুলিও ৷ এই ইস্যুতে বারবার লোকসভা ও রাজ্যসভা মুলতুবি ঘোষণা করা হয়েছে ৷ 3 মে থেকে কুকি ও মেইতেই সম্প্রদায়ের সংঘর্ষে উত্তপ্ত মণিপুর ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী প্রথম মন্তব্য করেন সংসদের বাদল অধিবেশন আরম্ভের আগে ৷ সংসদের বাইরে তিনি সাংবাদিকদের জানান, এই ঘটনায় তিনি ব্যথিত এবং অপরাধীদের যোগ্য শাস্তি দেওয়া হবে ৷ তবে সংসদের মধ্যে এখনও পর্যন্ত মণিপুর নিয়ে কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী ৷