নয়াদিল্লি, 17 মে : চেন্নাইয়ে কার্তি চিদম্বরমের বাড়ি এবং দেশের বিভিন্ন শহর মিলিয়ে মোট 9টি জায়গায় সিবিআই এর তল্লাশি (CBI Raids Nine Locations Linked to Karti Chidambaram in Visa Corruption Case) ৷ অভিযোগ, লোকসভার সাংসদ কার্তি চিদম্বরম 250 চিনা নাগরিকের থেকে বেআইনিভাবে 50 লক্ষ টাকার বিনিময়ে ভারতের ভিসা পেতে সাহায্য করেছেন ৷ এ নিয়ে লোকসভার সাংসদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI Investigation Against Karti Chidambaram) ৷ আর সেই অভিযোগের ভিত্তিতে এ দিন সকাল থেকে সাংসদের চেন্নাইয়ের বাড়ি সহ মোট নয় জায়গায় তল্লাশি শুরু করে সিবিআই ৷
চেন্নাইয়ে মূলত 3টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ মুম্বইতেও 3টি জায়গা চলে সিবিআই এর তল্লাশি ৷ আর কর্ণাটক, পঞ্জাব ও ওড়িশার একটি জায়গায় এ দিন সকাল থেকে তল্লাশি শুরু করে সিবিআই ৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের এই অভিযান নিয়ে বিরক্তি প্রকাশ করে একটি টুইট করেছেন কার্তি ৷ লিখেছেন, ‘‘আমি গুনতে ভুলে গিয়েছি ৷ এনিয়ে ঠিক কতবার হল ? রেকর্ড রাখতে হবে ৷’’ তাঁর এই টুইটে তিনি কোনও ব্যক্তি বা সংস্থার নাম উল্লেখ করেননি ৷ তবে, উল্লেখ না করলেও, তাঁর এই টুইট যে সিবিআই এর তল্লাশিকে কেন্দ্র করেই তা বলার অপেক্ষা রাখে না ৷