পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CBI Raid at Lalu Yadav Residence : লালুর বাড়িতে সিবিআই তল্লাশি, দায়ের হল নতুন মামলা

লালুপ্রসাদ যাদবের বাড়িতে সিবিআই তল্লাশি ৷ পটনা এবং দিল্লি মিলিয়ে তাঁর 17টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ লালুপ্রসাদ এবং তেজস্বী এই মুহূর্তে পটনায় নেই ৷ তার মধ্যেই সিবিআইয়ের এই অভিযান (CBI Raid at Lalu Yadav Residence)।

Lalu Yadav Residence CBI Raid
লালুর বাড়িতে সিবিআই তল্লাশি

By

Published : May 20, 2022, 9:15 AM IST

Updated : May 20, 2022, 1:55 PM IST

পটনা, 20 মে : লালু যাদবের বাড়িতে সিবিআই তল্লাশি ৷ আরজেডি প্রধানের বাড়ির পাশাপাশি আরও 17টি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তিনি রেলমন্ত্রী থাকাকালীন হয়েছিল অনিয়ম ৷ তার জন্যই এই অভিযান চালানো হচ্ছে বলে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে (CBI Raid at Lalu Yadav Residence)।

জানা গিয়েছে, 10 সার্কুলার রোডে রাবড়ি দেবীর বাড়িতে (CBI Raid at Rabri Awas) অভিযান চালানো হচ্ছে । সিবিআইয়ের 7 সদস্যের একটি প্রতিনিধি দল এই অভিযান চালাচ্ছেন । রয়েছেন পুরুষ ও মহিলা উভয় অফিসাররাই ৷ তল্লাশির জন্য ভিতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না ৷

আরও পড়ুন : NS Sidhu faces Imprisonment : তিন দশকের পুরনো মামলার শাস্তি, 1 বছরের কারাদণ্ড সিধুর

লালুপ্রসাদ 2004 থেকে 2009 পর্যন্ত যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তাঁর আমলে দুর্নীতি হয় ৷ তার জন্যই অভিযান চালাচ্ছে সিবিআই ৷ সিবিআইয়ের তরফে লালুপ্রসাদ এবং তাঁর মেয়ের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে ৷ এই নতুন মামলায় দিল্লি এবং বিহারের মোট 17টি জায়গায় অভিযান চালানো হচ্ছে ।

প্রসঙ্গত, এদিন তেজস্বী যাদব পটনায় নেই । লালুপ্রসাদও দিল্লিতে রয়েছেন । তেজপ্রতাপ যাদব এবং রাবড়ি দেবী পটনায় তাঁদের বাসভবনে রয়েছেন ।

আরও পড়ুন : Pak Spy Kolkata Connection : পঞ্জাবে ধৃত পাক গুপ্তচরের কলকাতা-যোগে উদ্বিগ্ন লালবাজার

Last Updated : May 20, 2022, 1:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details