নয়াদিল্লি, 24 অগস্ট: বিহারে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের দুই নেতার বাড়িতে হানা দিল সিবিআই (CBI Raids at RJD Leaders Home)৷ চাকরির জন্য জমি কেলেঙ্কারিতে (Land for jobs scam) আরজেডি-র দুই শীর্ষ নেতা আহমেদ আশফাক করিম ও সুনীল সিং-এর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা (Bihar floor test)৷ আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ইউপিএ 1 সরকারের রেলমন্ত্রী থাকাকালীন এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ দুই আরজেডি নেতা ছাড়াও এই ঘটনার তদন্তে বিহারের বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে সিবিআই ৷
সপ্তাহ দুয়েক আগেই বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড ৷ আজ বিধানসভায় সেই সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দিন ৷ আর এই দিনেই জেডিইউ-এর নয়া শরিক আরজেডি-র দুই শীর্ষ নেতার বাড়িতে হানা দিল সিবিআই ৷ আজ সকালে আরজেডি-র রাজ্যসভার সাংসদ আহমেদ আশফাক করিম ও বিহার বিধান পরিষদের সদস্য সুনীল সিং-এর পাটনার বাড়িতে সিবিআই রেইড হয় ৷