নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর:শিশুদের উপর যৌন নিগ্রহ সংক্রান্ত বিভিন্ন সামগ্রী (Child Sexual Abuse Material) যারা অনলাইনে সরবরাহ করে, তাদের বিরুদ্ধে এবার দেশজুড়ে অভিযানে নামল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) বা সিবিআই (CBI) ৷ এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন মেঘ চক্র' (Operation Megh Chakra) ৷ শনিবার এই নামেই 19টি রাজ্য় এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলের 56টি জায়গায় অভিযান চালানো হয় ৷
সূত্রের দাবি, ইন্টারপোলের কাছ থেকে পাওয়া গোপন তথ্য়ের ভিত্তিতে এই অভিযান (CBI Raid) চালানো হচ্ছে ৷ অভিযোগ, বেশ কিছু ব্যক্তি শিশুদের উপর যৌন নিগ্রহ সংক্রান্ত নানা বিষয় নিয়ে নিয়মিত বিভিন্ন সোশ্য়াল সাইটে পোস্ট করে ৷ এই ঘটনা প্রথম নজরে আসে নিউ জিল্য়ান্ডের গোয়েন্দাদের ৷ তাঁরা এই তথ্য পাঠান সিঙ্গাপুরের গোয়েন্দাদের ৷ সেখান থেকে এই তথ্য হাতে পায় সিবিআই ৷ উল্লেখ্য, এর আগেও দেশে এই ধরনের অভিযান চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ 2021 সালের নভেম্বর মাসে হওয়া সেই অভিযানের নাম ছিল 'অপারেশন কার্বন' (Operation Carbon) ৷ সেবার একইসঙ্গে ভারতের 76টি জায়গায় পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ অভিযুক্তদের তালিকায় ছিল 83 জন ৷ বহু অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছিল ৷
আরও পড়ুন:ভারতে ইসলামি শাসন কায়েম করাই লক্ষ্য পিএফআই-এর ! এনআইএ রিপোর্টে চাঞ্চল্য