পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CBI Raid: শিশু যৌন নিগ্রহকারীদের ধরতে আসরে সিবিআই, দেশের 56টি জায়গায় অভিযান

শিশু যৌন নিগ্রহকারীদের বিরুদ্ধে অভিযানে নামল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) বা সিবিআই (CBI) ৷ দেশের 19টি রাজ্য় এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলের 56টি জায়গায় চলছে ধরপাকড় ও তল্লাশি ৷

By

Published : Sep 24, 2022, 1:53 PM IST

CBI Raid in 56 places of several states to crack down child sex abuse material
CBI Raid: শিশু যৌন নিগ্রহকারীদের ধরতে আসরে সিবিআই, দেশের 56টি জায়গায় অভিযান

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর:শিশুদের উপর যৌন নিগ্রহ সংক্রান্ত বিভিন্ন সামগ্রী (Child Sexual Abuse Material) যারা অনলাইনে সরবরাহ করে, তাদের বিরুদ্ধে এবার দেশজুড়ে অভিযানে নামল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) বা সিবিআই (CBI) ৷ এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন মেঘ চক্র' (Operation Megh Chakra) ৷ শনিবার এই নামেই 19টি রাজ্য় এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলের 56টি জায়গায় অভিযান চালানো হয় ৷

সূত্রের দাবি, ইন্টারপোলের কাছ থেকে পাওয়া গোপন তথ্য়ের ভিত্তিতে এই অভিযান (CBI Raid) চালানো হচ্ছে ৷ অভিযোগ, বেশ কিছু ব্যক্তি শিশুদের উপর যৌন নিগ্রহ সংক্রান্ত নানা বিষয় নিয়ে নিয়মিত বিভিন্ন সোশ্য়াল সাইটে পোস্ট করে ৷ এই ঘটনা প্রথম নজরে আসে নিউ জিল্য়ান্ডের গোয়েন্দাদের ৷ তাঁরা এই তথ্য পাঠান সিঙ্গাপুরের গোয়েন্দাদের ৷ সেখান থেকে এই তথ্য হাতে পায় সিবিআই ৷ উল্লেখ্য, এর আগেও দেশে এই ধরনের অভিযান চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ 2021 সালের নভেম্বর মাসে হওয়া সেই অভিযানের নাম ছিল 'অপারেশন কার্বন' (Operation Carbon) ৷ সেবার একইসঙ্গে ভারতের 76টি জায়গায় পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ অভিযুক্তদের তালিকায় ছিল 83 জন ৷ বহু অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছিল ৷

আরও পড়ুন:ভারতে ইসলামি শাসন কায়েম করাই লক্ষ্য পিএফআই-এর ! এনআইএ রিপোর্টে চাঞ্চল্য

প্রসঙ্গত, ভারতে ইন্টারপোলের প্রতিনিধি হল সিবিআই ৷ ইন্টারপোলের কাছে আন্তর্জাতিক শিশু যৌন নিগ্রহ (International Child Sexual Exploitation) বা আইসিএসই (ICSE) নামে একটি তথ্যভাণ্ডার রয়েছে ৷ যেখানে নথি হিসাবে প্রচুর পরিমাণে ছবি ও ভিডিয়ো সংগ্রহ করে রাখা রয়েছে ৷ যেসমস্ত দেশ ইন্টারপোলের সদস্য (যেমন ভারত), তাদের মধ্যে এই তথ্যভাণ্ডারের তথ্যাবলী আদানপ্রদান করা হয় ৷

এখনও পর্যন্ত এই তথ্যভাণ্ডারের ছবি ও ভিডিয়ো খতিয়ে দেখে ভারত-সহ 64টি দেশে প্রায় 23 হাজার 500 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ একইসঙ্গে, শিশু যৌন নিগ্রহের সঙ্গে যুক্ত 10 হাজার 752 জন অপরাধীকেও চিহ্নিত করা হয়েছে ৷ এই অপরাধীরা বিশ্বের বিভিন্ন প্রান্তের বাসিন্দা ৷ এই অপরাধী ও ভুক্তভোগীদের খুঁজে বের করতে বিশ্বব্যাপী সংগৃহীত 23 লক্ষ ছবি ও ভিডিয়ো যাচাই করতে হয়েছে গোয়েন্দাদের ৷

এই ধরনের ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ বিভাগও তৈরি করেছে সিবিআই ৷ Online Child Sexual Abuse and Exploitation Prevention/ Investigation (OCSAE) নামে এই বিভাগটি 2019 থেকে কার্যকর রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details