নয়াদিল্লি, 17 অক্টোবর: সিবিআই তাঁকে গ্রেফতার করার প্রস্তুতি নিচ্ছে ৷ এমনই দাবি করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia on CBI) ৷ আম আদমি পার্টি (Aam Aadmi Party)-র এই শীর্ষনেতা বলেন, ‘‘একটি ভুয়ো মামলা তৈরি করে ওরা আমাকে গ্রেফতারের পরিকল্পনা করছে ৷ আমি আগামী কয়েকদিনে গুজরাতে নির্বাচনী প্রচারে যাব ৷ গুজরাতে বিজেপির পরাজয় হবে ৷ আর তাই ওরা আমাকে গুজরাতে নির্বাচনী প্রচারে যাওয়া থেকে আটকাতে চাইছে ৷’’ এমনটাই টুইট করে জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী ৷
আজদ সকাল 11টায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Delhi Deputy CM Manish Sisodia) সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন ৷ সেখানে 2021-22 সালের আবগারিনীতি (Excise policy) বলবৎ না করা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ৷ মণীশ সিসোদিয়া এ দিন অভিযোগ করেছেন, বিজেপি চায় না দিল্লির মতো আধুনিক শিক্ষা ব্যবস্থা গুজরাতে চালু হোক ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী তাঁর নির্বাচনী প্রচারে গুজরাতে গিয়ে দিল্লির মডেলে স্কুল তৈরির কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা করেছেন ৷ এ দিন এমনটাই জানিয়েছেন মণিশ সিসোদিয়া ৷ কিন্তু, বিজেপি আপের এই পরিকল্পনা গুজরাতের মানুষ পর্যন্ত পৌঁছতে দিতে চায় না বলে তাঁর অভিযোগ ৷