পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manish Sisodia on CBI: আমাকে গ্রেফতারির পরিকল্পনা করছে, দাবি মণীশ সিসোদিয়ার

ভুয়ো মামলা তৈরি করে তাঁকে গ্রেফতারির পরিকল্পনা করা হচ্ছে (Manish Sisodia on CBI) ৷ এমনই অভিযোগ করলেন খোদ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Delhi Deputy CM Manish Sisodia) ৷ আবগারিনীতি (Excise policy) সংক্রান্ত দুর্নীতির অভিযোগে মণীশ সিসোদিয়াকে সোমবার সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

CBI Planning to Arrest Me Delhi Deputy CM Manish Sisodia Claims in Twitter
CBI Planning to Arrest Me Delhi Deputy CM Manish Sisodia Claims in Twitter

By

Published : Oct 17, 2022, 11:54 AM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর: সিবিআই তাঁকে গ্রেফতার করার প্রস্তুতি নিচ্ছে ৷ এমনই দাবি করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia on CBI) ৷ আম আদমি পার্টি (Aam Aadmi Party)-র এই শীর্ষনেতা বলেন, ‘‘একটি ভুয়ো মামলা তৈরি করে ওরা আমাকে গ্রেফতারের পরিকল্পনা করছে ৷ আমি আগামী কয়েকদিনে গুজরাতে নির্বাচনী প্রচারে যাব ৷ গুজরাতে বিজেপির পরাজয় হবে ৷ আর তাই ওরা আমাকে গুজরাতে নির্বাচনী প্রচারে যাওয়া থেকে আটকাতে চাইছে ৷’’ এমনটাই টুইট করে জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী ৷

আজদ সকাল 11টায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Delhi Deputy CM Manish Sisodia) সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন ৷ সেখানে 2021-22 সালের আবগারিনীতি (Excise policy) বলবৎ না করা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ৷ মণীশ সিসোদিয়া এ দিন অভিযোগ করেছেন, বিজেপি চায় না দিল্লির মতো আধুনিক শিক্ষা ব্যবস্থা গুজরাতে চালু হোক ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী তাঁর নির্বাচনী প্রচারে গুজরাতে গিয়ে দিল্লির মডেলে স্কুল তৈরির কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা করেছেন ৷ এ দিন এমনটাই জানিয়েছেন মণিশ সিসোদিয়া ৷ কিন্তু, বিজেপি আপের এই পরিকল্পনা গুজরাতের মানুষ পর্যন্ত পৌঁছতে দিতে চায় না বলে তাঁর অভিযোগ ৷

তবে, এ দিন টুইটে মণীশ সিসোদিয়া সিবিআই এর নাম করেননি ৷ তিনি গুজরাতে দিল্লির মডেলে স্কুল তৈরি নিয়ে টুইটারে লেখেন, ‘‘যখন আমি গুজরাতে যাব, আমি সেখানকার মানুষদের জানাব যে, তাঁদের বাচ্চাদের জন্য দিল্লির মতো সুন্দর স্কুল তৈরি করবে আপ সরকার ৷ মানুষ খুব খুশি হবে ৷ কিন্তু, এই লোকগুলো চায় না দিল্লির মতো ভালো স্কুল গুজরাতে তৈরি হোক ৷ গুজরাতের বাচ্চারাও ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নতি করুক, তারা চায় না ৷’’

আরও পড়ুন:বাড়িতে তল্লাশি অভিযান ! মণীশ সিসোদিয়াকে তলব সিবিআইয়ের

একাধিক টুইটে মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, ‘‘আমার বিরুদ্ধে পুরোপুরি একটা ভুয়ো মামলা সাজানো হচ্ছে ৷ আমার বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট ও লকারে এবং আমারা গ্রামের বাড়িতে তদন্ত করে কিছুই উদ্ধার করতে পারেনি ৷ এটা সম্পূর্ণ একটা মিথ্যা মামলা ৷’’ প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকারের শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি আবগারি দফতরের দায়িত্বও মণীশ সিসোদিয়ার উপরে রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details