নয়াদিল্লি, 17 মে : 2016-র বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল নারদ স্টিং অপারেশন ৷ গোপন ক্য়ামেরার উপস্থিতি না বুঝেই কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে ফেঁসে গিয়েছিলেন শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও মন্ত্রী ৷ সেই ভিডিও ফুটেজ সামনে আসতেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ নারদকাণ্ডের উপর ভিত্তি করেই মামলা রুজু করে সিবিআই ৷
2017 সালের 16 এপ্রিল রুজু হয় সেই মামলা ৷ তাতে অভিযুক্তদের তালিকায় নাম ছিল চার মন্ত্রীরও (তৎকালীন) ৷ এঁরা হলেন সুব্রত মুখোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্য়ায় ৷ সোমবার এই চারজনকেই গ্রেফতার করে সিবিআই ৷ তাদের বক্তব্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই নারদ কাণ্ডে মামলা রুজু করা হয়েছিল ৷ পরবর্তী ঘটনাক্রমও এগিয়েছে আইন মেনেই ৷ এদিন অন্তত এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখ্য তথ্য আধিকারিক আরসি জোশি ৷