নয়াদিল্লি, 16 মার্চ :বাহিনীতে নিয়োগে দুর্নীতিতে পাঁচ জন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর ও এক লেফটেন্যান্ট-সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ আনল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ 13টি শহরের 30টি জায়গায় তল্লাশি চালানোর পর এই সেনাকর্তাদের নাম পেয়েছে সিবিআই ৷
সিবিআই জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন 17 জন সেনাকর্মী ৷ তাঁদের বিরুদ্ধে সার্ভিস সিলেকশন বোর্ডের দ্বারা সেনাবাহিনীতে অফিসার ও অন্যান্য পদের নিয়োগে অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ৷ গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিরক্ষা দফতরের ইন্টিগ্রেটেড হেডকোয়ার্টার, অ্যাডিশনাল ডিরেক্টোরেট জেনারেলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ গত মাসে সিবিআইয়ে করা অভিযোগে জানানো হয় যে, নয়াদিল্লির বেস হাসপাতালে মেডিক্যাল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য আবেদনকারীদের থেকে ঘুষ নিয়েছেন কর্মরত সেনাকর্মীরা ৷