পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 16, 2021, 9:32 AM IST

ETV Bharat / bharat

লাখ লাখ টাকা ঘুষ নিয়ে বাহিনীতে নিয়োগ, অভিযুক্ত 7 সেনা অফিসার-সহ 23

সেনাবাহিনীতে চাকরি পাওয়ার জন্য মেডিক্যাল পরীক্ষায় পাশ করিয়ে দিতে লাখ লাখ টাকা ঘুষ নেওয়া হচ্ছিল ৷ 7 জন সেনা অফিসার-সহ 23 জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠল ৷ মামলা দায়ের করেছে সিবিআই ৷

CBI named 7 Army Officers Among 23 In Bribes-For-Recruitment Case
লাখ লাখ টাকা ঘুষ নিয়ে নিয়োগ, মামলায় নাম 7 সেনা অফিসার-সহ 23 জনের

নয়াদিল্লি, 16 মার্চ :বাহিনীতে নিয়োগে দুর্নীতিতে পাঁচ জন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর ও এক লেফটেন্যান্ট-সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ আনল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ 13টি শহরের 30টি জায়গায় তল্লাশি চালানোর পর এই সেনাকর্তাদের নাম পেয়েছে সিবিআই ৷

সিবিআই জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন 17 জন সেনাকর্মী ৷ তাঁদের বিরুদ্ধে সার্ভিস সিলেকশন বোর্ডের দ্বারা সেনাবাহিনীতে অফিসার ও অন্যান্য পদের নিয়োগে অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ৷ গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিরক্ষা দফতরের ইন্টিগ্রেটেড হেডকোয়ার্টার, অ্যাডিশনাল ডিরেক্টোরেট জেনারেলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ গত মাসে সিবিআইয়ে করা অভিযোগে জানানো হয় যে, নয়াদিল্লির বেস হাসপাতালে মেডিক্যাল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য আবেদনকারীদের থেকে ঘুষ নিয়েছেন কর্মরত সেনাকর্মীরা ৷

আরও পড়ুন:ভুয়ো নিয়োগপত্র দিয়ে সেনায় চাকরি দেওয়ার অভিযোগ, ধৃত অবসরপ্রাপ্ত সেনা-সহ 2

আর্মি এয়ার ডিফেন্স কর্পের লেফটেন্যান্ট কর্নেল এমভিএসএনএ ভগবান নিয়োগের এই চক্রের মাথায় রয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ বর্তমানে স্টাডি লিভে থাকা ভগবান ও নইব সুবেদার কুলদ্বীপ সিং আবেদনকারীদের থেকে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ ৷ চেকে ও নগদে নাকি আবেদনকারীদের থেকে কয়েক লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে ৷ সোমবার এই অভিযোগের তদন্তে বেস হাসপাতাল-সহ 30টি জায়গায় তল্লাশি চালানো হয় ৷ দিল্লি, লখনউ, জয়পুর, গুয়াহাটি, কাপুরথালা, ভাটিন্ডা, কৈথাল, বরেলি, পালওয়াল, গোরখপুর, বিশাখাপত্তনম, জোরহাট ও চিরাগনে তল্লাশি চালানো হয়েছে ৷ তল্লাশিতে বেশ কিছু নথি হাতে এসেছে সিবিআইয়ের ৷

ABOUT THE AUTHOR

...view details