পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manish Sisodia CBI Lookout Circular মণীশ সিসোদিয়াদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়নি, জানাল সিবিআই - লুকআউট নোটিস

লুকআউট নোটিস এখনও জারি করেনি সিবিআই ৷ তবে খুব শিগগিরি তা ঘোষণা হবে, জানাল সিবিআই ৷ মণীশ সিসোদিয়া এবং আরও 14 জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পর এই বিবৃতি দিল সিবিআই (CBI likely to issue Lookout Circular Against Manish Sisodia) ৷

Delhi Deputy CM Manish Sisodia
মণীশ সিসোদিয়া

By

Published : Aug 21, 2022, 9:36 AM IST

Updated : Aug 21, 2022, 1:45 PM IST

নয়াদিল্লি, 21 অগস্ট:কয়েক ঘণ্টার মধ্যেই পালা বদল ৷ আজ সকালে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ 15 জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই ৷ এরপর মণীশ সিসোদিয়া একটি টুইট করে মোদিকে বেঁধেন এবং জানান যে, তিনি তো দিল্লির রাস্তাঘাটেই ঘুরে বেড়াচ্ছেন ৷ তাঁর প্রশ্ন, এটা কী ধরনের নাটক ? এরপর সিবিআই তাদের বক্তব্য জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে এখনও লুকআউট নোটিস জারি করা হয়নি ৷ তবে সেই প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরি লুকআউট নোটিস দেওয়া হবে ৷ দিল্লির আবগারি নীতি নিয়ে এঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI to issue lookout notice against Manish Sisodia and 13 others over Delhi liquor policy) ৷

প্রথমে লুকআউট নোটিসের খবর পেয়ে মোদিকে আক্রমণ করে মণীশ সিসোদিয়া একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, "আপনার সব তল্লাশি অভিযান ব্যর্থ হয়েছে ৷ কিছু পাননি ৷ এক পয়সারও নয়ছয় ধরা পড়েনি ৷ এবার আপনি লুকআউট নোটিস জারি করে জানাচ্ছেন, মণীশ সিসোদিয়াকে পাওয়া যাচ্ছে না ৷ এটা কী ধরনের নাটক, মোদিজি ? আমি তো দিল্লিতে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছি ৷ বলুন কোথায় আসতে হবে ?"

শনিবার আপ-নেতা মণীশ সিসোদিয়ার বাসভবনে একটানা প্রায় 13 ঘণ্টা ধরে তল্লাশি চালায় সিবিআই (Central Bureau of Investigation) ৷ উপমুখ্যমন্ত্রীর কম্পিউটার, মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে তারা ৷ সেইসঙ্গে বাড়িতে থাকা বেশ কিছু ফাইল তুলে নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, 2021-22 অর্থবর্ষে তিনি আবগারি নীতির অপপ্রয়োগ (Excise Policy Scam) করেছেন ৷ যদিও মণীশের দাবি, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জনপ্রিয়তায় ভয় পেয়ে দিল্লি সরকারকে হেনস্থা করার চেষ্টা করছে নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন: তিন থেকে চারদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করবে সিবিআই, আশঙ্কা মণীশ সিসোদিয়ার

লুকআউট নোটিসের আগেই মণীশ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন আগামী 3-4 দিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হতে পারে ৷ তিনি আরও জানান, 2024 সালের নির্বাচন আপ বনাম বিজেপি-র মধ্যেই হবে ৷ কেন্দ্রের সমস্যা আবগারি নীতি নিয়ে নয়, ওদের মাথাব্যথার কারণ আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ কোনও বেআইনি কাজ করেননি বলে দাবি করেন শিক্ষামন্ত্রী এবং আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়া ৷

শনিবার সাতটি রাজ্যের 31টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ এই অভিযান চলাকালীন 2 জনের সন্ধান পাওয়া যায়নি ৷ তাই আর দেরি না করে 13 জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর ফলে অভিযুক্তরা কেউ দেশ ছাড়তে পারবেন না । গত বছরের নভেম্বর মাসে আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতিতে সিসোদিয়া-সহ 13 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই ৷

Last Updated : Aug 21, 2022, 1:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details