নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: আবগারি মামলায় সিবিআই দফতরে হাজিরা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (CBI Interrogates Manish Sisodia) ৷ গত সপ্তাহেই তাঁকে এই মামলা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই ৷ সেই সময় তিনি জানান, দিল্লির বাজেট তৈরির কারণে উপস্থিত হতে পারবেন না ৷ অন্যদিকে, সিসোদিয়াকে গ্রেফতার করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ একটি টুইটে কেজরিওয়াল জানিয়েছেন, দেশ ও সমাজের জন্য জেলে যেতে হলে সেটা লজ্জার নয়, গর্বের বিষয় ৷
উল্লেখ্য 2022 সালের 17 অগস্ট সিবিআই দিল্লির আবগারি মামলায় (Delhi Excise Scam) মণীশ সিসোদিয়া-সহ বেশ কয়েকজন সরকারি আধিকারিক এবং ব্যবসায়ীর নামে এফআইআর রুজু করে ৷ সেই মামলায় এর আগেও দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ সেই সময় মণীশ সিসোদিয়া জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ বা তথ্য সিবিআই-এর কাছে নেই ৷ এমনকী সিবিআই এর পেশ করা চার্জশিটেও তাঁর নাম ছিল না ৷
কিন্তু, তারপরও মণীশ সিসোদিয়াকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷ তা নিয়ে এদিন বেশ কয়েকটি টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেখানে তাঁর ডেপুটিকে গ্রেফতার করা হতে পারে আশঙ্কা প্রকাশ করে কেজরিওয়াল লিখেছেন, "ভগবান আপনার সঙ্গে আছে মণীশ... যখন আপনি দেশ এবং সমাজের জন্য জেলে যান, তখন সেটা কলঙ্ক নয়, গর্বের বিষয় হয় ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দ্রুত জেল থেকে ফিরবেন ৷ দিল্লির সকল পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবক এবং আমরা সকলে আপনার জন্য অপেক্ষা করব ৷"