পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vyapam Case Verdict: মধ্যপ্রদেশে ভ্যাপাম কাণ্ডে 5 জনের 7 বছরের জেল - ভ্যাপাম কাণ্ডে সাজা ঘোষণা

প্রি-মেডিক্যাল টেস্টে একজনের বদলে আরেকজন পরীক্ষা দিতে গিয়েছিল ৷ 2009-এ মধ্যপ্রদেশের ঘটনা ৷ 19 বছর পর সাজা ঘোষণা করল বিশেষ সিবিআই আদালত (Vyapam Case Verdict) ৷

Madhyapradesh Vyapam Case
ভ্যাপাম মামলার রায়

By

Published : Jul 31, 2022, 6:16 PM IST

ইন্দোর, 31 জুলাই:প্রি-মেডিক্যাল টেস্টে দুর্নীতির ঘটনায় 5 জনকে দোষী সাব্যস্ত করল সিবিআই-এর বিশেষ আদালত ৷ শনিবার তাদের 7 বছরের জেলের সাজার কথা ঘোষণা করল মধ্যপ্রদেশের বিশেষ আদালত ৷ 2009-এ 'মধ্য প্রদেশ প্রফেশনাল এগজামিনেশন বোর্ড' (Madhya Pradesh Professional Examination Board) পরিচালিত প্রি-মেডিক্যাল টেস্টে এই ঘটনা ঘটে ৷ এটি হিন্দিতে ভ্যাপাম (Vyavsayik Pariksha Mandal, Vyapam) নামে পরিচিত (CBI Court sentenced five people to 7 years jail term for rigging 2009 Vyapam case) ৷

সিবিআই-এর বিশেষ সরকারি কৌঁসুলী (Special Public Prosecutor, SPP) রঞ্জন শর্মা বলেন, "2009-এ সংযোগিতা গঞ্জ পুলিশ পিএমটি (Pre Medical Test) পরীক্ষা চলাকালীন 6 জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে মামলা দায়ের করে ৷ ওই পরীক্ষায় দু'জন পড়ুয়া নিজেদের বদলে অন্য দু'জনকে পাঠিয়েছিল পরীক্ষা দিতে ৷" এই ঘটনায় নাম জড়ায় রবীন্দ্র দুলাওয়াত, সত্যপাল কুস্তাওয়ার, আশিস উত্তম, শৈলেন্দ্র কুমার এবং সঞ্জয় দুলাওয়াত, জানান কৌঁসুলী ৷

সিবিআই বিশেষ আদালতের বিচারক (Additional Sessions Judge, CBI) সঞ্জয় কুমার গুপ্তা রায় দিতে গিয়ে বলেন, "শৈলেন্দ্র কুমার, সত্যপাল কুস্তাওয়ার, আশিস উত্তম, রবীন্দ্র দুলাওয়াত, সঞ্জয় দুলাওয়াত এবং রামপ্রিয়া দাসকে ভারতীয় দণ্ডবিধির 419, 420, 471, 467, 468 ধারায় এবং 'মধ্যপ্রদেশ এগজামিনেশন রেকগনিশন অ্যাক্ট'-এর আওতায় দোষী সাব্যস্ত করা হল ৷" তাদের প্রত্যেককে 10 হাজার টাকা জরিমানাও করা করেছে আদালত ৷

আরও পড়ুন: পরীক্ষায় পাসের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত ধর্মগুরু

সিবিআইয়ের তরফে সরকারি আইনজীবী জানান, 70 জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে আদালত পাঁচজনকে দোষী দাব্যস্ত করেছে ৷ রঞ্জন শর্মা বলেন, "সত্যপাল কুস্তাওয়ারের বদলে শৈলেন্দ্র কুমার পরীক্ষা দিচ্ছিল ৷ সে এমজিএম মেডিক্যাল কলেজের পড়ুয়া ৷ রবীন্দ্র দুলাওয়াতের পরিবর্তে আশিস সবচেয়ে ভালো ভাবে পরীক্ষাটি দিয়েছিল ৷ এদের মধ্যে যোগাযোগ করানোর মাধ্যম হিসেবে কাজ করেন ডাঃ সঞ্জয় দুলাওয়াত এবং রামপ্রিয়া দাস ৷"

2009-এ ভ্যাপাম ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ পরে 2015-য় সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই এই মামলার তদন্তভার গ্রহণ করে ৷ রামপ্রিয়া দাস অবশ্য উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে বেকসুর খালাস পেয়েছে ৷

আরও পড়ুন: দশম শ্রেণির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, অন্ধ্রপ্রদেশে গ্রেফতার 42 জন শিক্ষক-শিক্ষিকা

ABOUT THE AUTHOR

...view details