নয়াদিল্লি, 26 ডিসেম্বর: শ্রদ্ধা হত্যা মামলায় (Shraddha murder case) অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার ভয়েস নমুনা নিতে সিবিআই (CBI) অফিসে গিয়েছে পুলিশ । আফতাবের কণ্ঠস্বরের নমুনা নেবে (Aftab's voice sample) সিবিআইয়ের সিএফএসএল দল । এর আগে আদালতে শুনানির সময় পুলিশ ভয়েস নমুনা নেওয়ার অনুমতি চেয়েছিল ৷ যার অনুমতি দেয় আদালত । সেই সঙ্গে আফতাবের বিচারবিভাগীয় হেফাজত 6 জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে ছিল আদালত । বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত ।
23 ডিসেম্বর দিল্লির সাকেত আদালতে শুনানি হয় । আফতাবকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হয় । এরপর আদালত আফতাবের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে 14 দিন করার সিদ্ধান্ত নেয় । সূত্রের খবর, দিল্লি পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত আফতাবের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কলের বিবরণ বের করেছে ৷ তারপরে পুলিশ এখন তাঁর কণ্ঠস্বরের নমুনা নিয়ে তদন্ত করবে ।
প্রসঙ্গত, শ্রদ্ধা হত্যা মামলায় (Shraddha Murder Case) অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Amin Poonawalla) তাঁর জামিনের আবেদন প্রত্যাহার করে নেন (Aftab Withdraws Bail Plea)। দিল্লির সাকেত আদালতে তাঁর জামিনের আবেদনের মামলার শুনানি ছিল। বৃহস্পতিবার সকালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আফতাবকে আদালতে হাজির করা হয়। তখনই জামিনের আবেদন প্রত্যাহার করে নেন আফতাব । তাঁর আইনজীবী জানান, সংশোধনাগারে গিয়ে তিনি আফতাবের সঙ্গে 50 মিনিট কথা বলেন । এরপর আবার আদালতে আসেন তিনি। কিন্তু এরই মধ্যে আফতাব বিচারককে জানান, তিনি তাঁর জামিনের আবেদন প্রত্যাহার করতে চান ।