নয়াদিল্লি, 30 ডিসেম্বর:ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস (Indian Defence Accounts Service) বা আইডিএএসের (IDAS) এক আধিকারিককে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ শুক্রবার এক সিবিআই (CBI) আধিকারিক এই প্রসঙ্গে জানান, ওই আইডিএএস আধিকারিককে গ্রেফতারের পরই তল্লাশি অভিযান চালান তাঁরা ৷ সেই অভিযানে 40 লক্ষ টাকার নগদ উদ্ধার করা হয় ৷ 10 লক্ষ টাকার একটি ঘুষের মামলার (Bribery Case) তদন্তে নেমে ওই আধিকারিককে গ্রেফতার করা হয় (CBI Arrest IDAS Officer) ৷ তিনি সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ডের সঙ্গে যুক্ত ৷
এই ঘটনায় এখনও পর্যন্ত একাধিক আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই ৷ ধৃতদের মধ্যে রয়েছেন 1998 সালের ব্য়াচের আইডিএএস আধিকারিক উমা শংকর প্রসাদ ৷ তিনি ইন্টিগ্রেটেড ফিন্য়ান্সিয়াল অ্য়াডভাইসর (আইএফএ) হিসাবে জয়পুরের সাউথ ওয়েস্টার্ন কমান্ডে নিযুক্ত ছিলেন ৷ তাঁর সঙ্গেই আইএফএ দফতরের অ্যাকাউন্টস অফিসার রাম রূপ মীনা, জুনিয়র ট্রান্সলেটর বিজয় নমো এবং রাজেন্দ্র সিং নামে জয়পুরের এক মিডলম্যানকেও গ্রেফতার করা হয়েছে ৷ একই ঘটনায় আরও তিন সাধারণ নাগরিককে গ্রেফতার করেছে সিবিআই ৷ এঁরা হলেন সুনীল কুমার, প্রবীন্দর সিং ব্রার এবং দীনেশ কুমার জিন্দল ৷ শেষ তিনজনকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার ৷