পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CBI Arrest IDAS Officer: সিবিআইয়ের জালে আইডিএএস আধিকারিক, উদ্ধার নগদ 40 লক্ষ - ঘুষ

ঘুষের মামলার (Bribery Case) তদন্তে নেমে ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস বা আইডিএএসের এক আধিকারিককে গ্রেফতার করল সিবিআই (CBI Arrest IDAS Officer) ৷ উদ্ধার করা হল নগদ প্রায় 40 লক্ষ টাকা ৷

CBI Arrest IDAS Officer and recover near 40 lakh cash in a Bribery Case
ফাইল ছবি ৷

By

Published : Dec 30, 2022, 6:53 PM IST

নয়াদিল্লি, 30 ডিসেম্বর:ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস (Indian Defence Accounts Service) বা আইডিএএসের (IDAS) এক আধিকারিককে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ শুক্রবার এক সিবিআই (CBI) আধিকারিক এই প্রসঙ্গে জানান, ওই আইডিএএস আধিকারিককে গ্রেফতারের পরই তল্লাশি অভিযান চালান তাঁরা ৷ সেই অভিযানে 40 লক্ষ টাকার নগদ উদ্ধার করা হয় ৷ 10 লক্ষ টাকার একটি ঘুষের মামলার (Bribery Case) তদন্তে নেমে ওই আধিকারিককে গ্রেফতার করা হয় (CBI Arrest IDAS Officer) ৷ তিনি সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ডের সঙ্গে যুক্ত ৷

এই ঘটনায় এখনও পর্যন্ত একাধিক আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই ৷ ধৃতদের মধ্যে রয়েছেন 1998 সালের ব্য়াচের আইডিএএস আধিকারিক উমা শংকর প্রসাদ ৷ তিনি ইন্টিগ্রেটেড ফিন্য়ান্সিয়াল অ্য়াডভাইসর (আইএফএ) হিসাবে জয়পুরের সাউথ ওয়েস্টার্ন কমান্ডে নিযুক্ত ছিলেন ৷ তাঁর সঙ্গেই আইএফএ দফতরের অ্যাকাউন্টস অফিসার রাম রূপ মীনা, জুনিয়র ট্রান্সলেটর বিজয় নমো এবং রাজেন্দ্র সিং নামে জয়পুরের এক মিডলম্যানকেও গ্রেফতার করা হয়েছে ৷ একই ঘটনায় আরও তিন সাধারণ নাগরিককে গ্রেফতার করেছে সিবিআই ৷ এঁরা হলেন সুনীল কুমার, প্রবীন্দর সিং ব্রার এবং দীনেশ কুমার জিন্দল ৷ শেষ তিনজনকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার ৷

আরও পড়ুন:স্ত্রীকে পিটিয়ে খুন ! জঙ্গল থেকে পাকড়াও স্বামী

এই বিষয়ে সিবিআইয়ের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, "ধৃত তিন সাধারণ নাগরিক সংশ্লিষ্ট ষড়যন্ত্র যুক্ত ছিলেন ৷ দক্ষিণ পশ্চিম কমান্ডের আওতাধীন বেশ কিছু প্রকল্প রূপায়নের জন্য আউটসোর্সিং করা হয়েছিল ৷ সেই কাজে অনিয়ম করা হয়েছে ৷ সেই অনিয়মে এই তিন ব্যক্তি যুক্ত ছিলেন ৷" ধৃতদের বিরুদ্ধে কাজের বিনিময়ে ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগ উঠেছে ৷

সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে, প্রকল্প রূপায়নের জন্য বকেয়া বিল মেটানোর সময় নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি ৷ টাকার বদলে কাজ হাসিল করেছে সংশ্লিষ্ট তিনটি বেসরকারি সংস্থা ৷ এর জন্য আইএফএ কার্যালয়ের কর্মী ও আধিকারিকদের মোটা টাকা ঘুষ দেওয়া হয়েছে ৷

সিবিআই সূত্রে আরও জানানো হয়েছে, এই ঘটনায় ধৃত সকলকে হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে ৷ এই প্রসঙ্গেই সিবিআইয়ের এক মুখপাত্র বলেন, "ঘটনার তদন্তে নেমে আমরা বিভিন্ন জায়গা তল্লাশি অভিযান চালাই ৷ জয়পুর, জিন্দ, ভতিন্ডা, গান্ধিনগর-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় ৷ সেই সময়েই নগদ প্রায় 40 লক্ষ টাকা উদ্ধার করা হয় ৷ এছাড়াও, বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details