নয়াদিল্লি, 31 মার্চ : ইসরাত জাহান ফেক এনকাউন্টার ঘটনায় 3 পুলিশ অফিসারকে ছেড়ে দিল সিবিআই এর বিশেষ আদালত ৷ ওই তিন পুলিশ অফিসারের নাম জি এল সিঙ্ঘল, তরুণ বারত এবং আনাজু চৌধুরি ৷ সিবিআই আদালতের বিচারক ভি আর রাভাল আজ ওই তিন পুলিশ অফিসারকে ছেড়ে দেন ৷
কী ঘটেছিল ?
2014 সালে 15 জুন ৷ ওইদিন গুজরাত পুলিশের গুলিতে নিহত হন 19 বছর বয়সী ইসরাত জাহান ও তাঁর তিন সঙ্গী ৷ ঘটনাটি ঘটেছিল আমেদাবাদে ৷
সেই সময় গুজরাতের মুখ্য়মন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি ৷ সেখানকার পুলিশ সেই সময় জানিয়েছিল, ইসরাত সহ বাকি চারজন জঙ্গি ছিল ৷ সেকারণে এনকাউন্টার করা হয়েছিল ৷ ঘটনার তদন্তে সেখানকার হাইকোর্ট একটি কমিটি গঠন করেছিল ৷