পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইসরাত জাহান ঘটনায় 3 পুলিশ আধিকারিককে মুক্তি দিল সিবিআই আদালত - Ishrat Jahan fake ecnounter

2014 সালে 15 জুন ৷ ওইদিন গুজরাত পুলিশের গুলিতে নিহত হন 19 বছর বয়সী ইসরাত জাহান ও তাঁর তিন সঙ্গী ৷ ঘটনাটি ঘটেছিল আমেদাবাদে ৷

cbi
ইসরাত জাহান

By

Published : Mar 31, 2021, 5:48 PM IST

নয়াদিল্লি, 31 মার্চ : ইসরাত জাহান ফেক এনকাউন্টার ঘটনায় 3 পুলিশ অফিসারকে ছেড়ে দিল সিবিআই এর বিশেষ আদালত ৷ ওই তিন পুলিশ অফিসারের নাম জি এল সিঙ্ঘল, তরুণ বারত এবং আনাজু চৌধুরি ৷ সিবিআই আদালতের বিচারক ভি আর রাভাল আজ ওই তিন পুলিশ অফিসারকে ছেড়ে দেন ৷

কী ঘটেছিল ?

2014 সালে 15 জুন ৷ ওইদিন গুজরাত পুলিশের গুলিতে নিহত হন 19 বছর বয়সী ইসরাত জাহান ও তাঁর তিন সঙ্গী ৷ ঘটনাটি ঘটেছিল আমেদাবাদে ৷

সেই সময় গুজরাতের মুখ্য়মন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি ৷ সেখানকার পুলিশ সেই সময় জানিয়েছিল, ইসরাত সহ বাকি চারজন জঙ্গি ছিল ৷ সেকারণে এনকাউন্টার করা হয়েছিল ৷ ঘটনার তদন্তে সেখানকার হাইকোর্ট একটি কমিটি গঠন করেছিল ৷

আরও পড়ুন-করোনা আক্রান্ত এইচ ডি দেবগৌড়া

আদালত কী বলেছে

এর আগে মামলাটি বহুবার শুনানি হয়েছিল ৷ গত বছর অক্টোবর মাসে মামলাটির শুনানিতে আদালত জানিয়েছিল, ওই তিন পুলিশ অফিসার তাঁদের কর্তব্য় পালন করছিলেন ৷ সুতরাং মামলাটির জন্য় সরকারি কোনও তদন্ত সংস্থার প্রয়োজন ৷ ওই তিন পুলিশ অফিসারের বিরুদ্ধে খুন, চক্রান্ত, অবৈধ কাজ করার অভিযোগ আনা হয়েছিল ৷

সেন্ট্রাল ব্য়ুরো অফ ইনভেস্টিগেশন চলতি বছরের 20 তারিখ আদালতকে জানায় যে রাজ্য় সরকার ওই তিন অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে আর কোনও মামলা চালাতে চায় না ৷ আর সেকারণেই তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details