পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CBDT Statement on BBC: ভারতের বিবিসির আয়ের সঙ্গে কাজের সামঞ্জস্য নেই ! দাবি সিবিডিটি'র - বিবিসি

বিপদ বাড়ল বিবিসি-র (BBC) ৷ ভারতে তাদের কাজের সঙ্গে উপার্জন ও মুনাফার সামঞ্জস্য নেই ! এমনই দাবি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (Central Board of Direct Taxes) বা সিবিডিটি (CBDT) ৷

CBDT claims Income and profits of BBC are not commensurate with their operation in India
ফাইল ছবি

By

Published : Feb 17, 2023, 9:19 PM IST

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: ব্রিটিশ সম্প্রচার নিগম (British Broadcasting Corporation) বা বিবিসি-র (BBC) উপর আরও চাপ বাড়াল ভারত ৷ শুক্রবার এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (Central Board of Direct Taxes) বা সিবিডিটি (CBDT) ৷ সেই বিবৃতিতে দাবি করা হয়েছে, ভারতে বিবিসির যেসমস্ত শাখা সংস্থা কাজ করে, তার সঙ্গে তাদের আয়ের সঙ্গতি খুঁজে পাওয়া যায়নি ! ওয়াকিবহার মহলের একাংশ মনে করছে, আগামিদিনে ভারতে বিবিসির উপর আরও চাপ বাড়াবে মোদি সরকার ৷ সিবিডিটি-র বিবৃতি অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে !

উল্লেখ্য, নরেন্দ্র মোদি ও গুজরাত দাঙ্গা নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র তৈরি করে বিবিসি ৷ তা নিয়ে বিতর্কের মাঝে হঠাৎই বিবিসি-র ভারতীয় দফতরে অভিযান শুরু করে আয়কর দফর ৷ যদিও তাদের দাবি ছিল, এটি কোনও অভিযান নয় ৷ আদতে এটি হল সমীক্ষা (IT Survey at BBC Office) ! আয়কর বিভাগের সেই কর্মকাণ্ড চলে টানা তিনদিন ধরে ৷ এককথায়, এই তিনদিন বিবিসি-র দফতরে অসংখ্য নথি খতিয়ে দেখা হয় ৷ তিনদিন পর অবশেষে সেই কর্মকাণ্ড শেষ হয় বৃহস্পতিবার ৷ তার পরদিন, অর্থাৎ শুক্রবার সিবিডিটি সংশ্লিষ্ট বিবৃতিটি প্রকাশ করে ৷

আরও পড়ুন:'ব্রিটিশ-ভারত সম্পর্ক নষ্ট করতে তৈরি বিবিসির মোদি-তথ্যচিত্র', তুলোধনা সাংসদের

এই বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, ভারতে বিবিসি গোষ্ঠীর একাধিক সংস্থা রয়েছে ৷ সেই সংস্থাগুলি দীর্ঘদিন ধরে এদেশে কাজ করে চলেছে ৷ কিন্তু, ভারত থেকে তারা যে পরিমাণ অর্থ আয় করছে, তার সঙ্গে তাদের কাজের কোনও সামঞ্জস্য নেই ৷ তাহলে কি ভারতে বিবিসি বেআইনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ? সিবিডিটি-র পক্ষ থেকে তেমনই বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷ যদিও সিবিডিটি-র দাবি, তাদের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা গত কয়েক দিনের চেষ্টায় অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন ৷ বিবিসি-র কর্মীদের বয়ান রয়েছে তাঁদের কাছে ৷ রয়েছে একাধিক ডিজিটাল প্রমাণ ও নথি ৷

সিবিডিটি-র তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, তাদের হাতে এমন কিছু নথি এসেছে, যা অত্যন্ত সন্দেহজনক ৷ আর্থিক লেনদেনের ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম ধরা পড়েছে সেইসব নথিতে ৷ তিনদিন ধরে চলা সমীক্ষায় এমনই সব তথ্য নাকি উঠে এসেছে সিবিডিটি-র হাতে ৷ তার ভিত্তিতেই শুক্রবার এই বিবৃতি জারি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details