প্রয়াগরাজ, 25 জুলাই: জ্ঞানবাপী মসজিদে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই-এর সমীক্ষা সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন রাখি সিং ৷ তিনি উত্তরপ্রদেশের বারাণসী জেলা আদালতে জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষার দাবি তুলে মূল মামলাটি করেছিলেন ৷ সোমবার সুপ্রিম কোর্ট এই মামলার অন্যপক্ষ আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটিকে এএসআই-এর সমীক্ষা সংক্রান্ত আপত্তি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করতে বলেছে ৷ সেই কারণেই আগে থেকে ক্যাভিয়েট দাখিল করা হল রাখি সিংয়ের পক্ষ থেকে ৷
গত জুলাই বারাণসী আদালত জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষার অনুমতি দেয় ৷ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি ৷ সিনিয়র আইনজীবী হুজেফা আহমাদি মসজিদ কমপ্লেক্সের মধ্যে এএসআই-এর সমীক্ষার উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন করেন শীর্ষ আদালতের কাছে ৷ কারণ, সুুপ্রিম কোর্ট এর আগে ওই মসজিদের কার্বন ডেটিংয়ের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল ৷ সেই যুক্তি দেখিয়ে এই স্থগিতাদেশ চাওয়া হয় ৷