নয়াদিল্লি, 13 অক্টোবর: জল নিয়ে বিরোধের অন্তহীন গল্পে এ বার কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি (সিডব্লিউএমএ) আবারও স্থিতাবস্থা বজায় রাখার জন্য একটি নির্দেশ জারি করল ৷ তারা 16 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত 15 দিনের জন্য তামিলনাড়ুতে প্রতি সেকেন্ডে 3,000 ঘনফুট (কিউসেক) জল ছেড়ে দেওয়া বাধ্যতামূলক করেছে । নয়াদিল্লিতে সিডব্লিউএমএ-এর সদর দফতরে একটি সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই সিদ্ধান্তের ফলে দীর্ঘস্থায়ী কাবেরী নদীর জল বরাদ্দ নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে ৷
কয়েক দিন আগে কাবেরী ম্যানেজমেন্ট কমিটি (সিএমসিএ) দ্বারা জারি করা একই রকমের আদেশে কর্ণাটককে তামিলনাড়ুতে 3,000 কিউসেক জল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যা দুটি দক্ষিণের রাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দ্বন্দ্বের সূত্রপাত করে । এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, কর্ণাটক এবং তামিলনাড়ু উভয় রাজ্যই কৃষক এবং কর্মীদের প্রতিবাদের সাক্ষী হয়, যাঁরা কাবেরী নদীর জলের ন্যায়সঙ্গত বণ্টন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন । ক্ষতিগ্রস্ত স্টেকহোল্ডারদের মধ্যে চলমান অস্থিরতা ও অসন্তোষ বিষয়টিকে আরও জটিল করে তুলেছে ।
সিডব্লিউএমএ-এর বৈঠকের আগে তামিলনাড়ুর জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগান কাবেরী নদী থেকে 16,000 কিউসেক জল ছাড়ার দাবিতে রাজ্যের ইচ্ছের কথা ঘোষণা করেছিলেন । তাঁর এই দাবি জল বিরোধের দ্বন্দ্ব আরও তীব্র করে, কাবেরী ওয়াটার রেগুলেটরি কমিটি (সিডব্লিউআরসি) 3,000 কিউসেক জল ছাড়ার পূর্ববর্তী সুপারিশ সত্ত্বেও তামিলনাড়ু তার অনুরোধে অটল থাকে ।