নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী কিষাণ যোজনার (PM Kisan Scheme) আওতায় 2.2 লক্ষ কোটি নগদ টাকার লেনদেন (Cash Transfer of Rs 2.2 Lakh Crore) করেছে সরকার ৷ বুধবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023) পেশ করার সময় একথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷
দ্বিতীয় মোদি সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ৷ তার আগে এটাই ছিল নির্মলা সীতারমনের পেশ করা শেষ পূর্ণাঙ্গ বাজেট ৷ এদিনের বাজেট ভাষণে নির্মলা বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল, জ্ঞাননির্ভর এবং জ্ঞানপরিচালিত অর্থনীতি গড়ে তোলা ৷ এদিন নির্মলা সীতারমন আরও দাবি করেন, আগের তুলনায় ভারতের অর্থনীতি বর্তমানে অনেক বেশি সুসজ্জিত হয়ে উঠেছে ৷ একইসঙ্গে, ইদানীংকালে দেশজুড়ে ডিজিট্যাল লেনদেনেরও লক্ষ্যণীয় বৃদ্ধি ঘটেছে ৷
আরও পড়ুন:জনস্বাস্থ্য নয়, গবেষণা-ওষুধ উৎপাদনে জোর দিল কেন্দ্র
করোনা অতিমারির ভয়াবহ প্রকোপ সত্ত্বেও ভারতের কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ তাঁর পেশ করা তথ্য বলছে, 2021 সালে কৃষিক্ষেত্রে আর্থিক ঋণ গ্রহণের পরিমাণ ছিল 15.8 লক্ষ কোটি টাকা ৷ পরের বছর, অর্থাৎ 2022 সালে এই পরিমাণ বেড়ে হয় 18.6 লক্ষ কোটি টাকা ৷ কৃষিক্ষেত্রে এই ঋণদানকে প্রাতিষ্ঠানিক ঋণ হিসাবে ব্যাখ্যা করেছেন নির্মলা ৷ তাঁর বার্তা, কৃষকদের উন্নতি হয়েছে বলেই কৃষিক্ষেত্রে নেওয়া ঋণের পরিমাণও বেড়েছে ৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, দেশীয় কৃষিক্ষেত্রের সাম্প্রতিক উন্নয়নে ভারত সরকারের একাধিক প্রকল্প সহায়ক ভূমিকা পালন করেছে ৷ এই প্রসঙ্গে পিএম কিষাণ যোজনা, পিএম ফসল বিমা যোজনা প্রভৃতির নাম এদিন উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ পাশাপাশি, তাঁর দাবি, কৃষির উন্নয়নে সামগ্রিকভাবে পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে ৷ তাতেও কৃষকদের বিশেষভাবে উপকৃত হয়েছেন ৷
একইসঙ্গে, ডিজিট্যাল লেনদেনের ক্রমবৃদ্ধি ভারতীয় অর্থনীতির ভিত আরও পোক্ত করেছে বলেও দাবি করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এতে ভারতের অর্থনৈতিক জ্ঞান বেড়েছে ৷ পাশাপাশি, ডিজিট্যাল নির্ভরতা বাড়ায় ডিজিট্যাল ক্ষেত্রেরও উন্নতি সাধন হয়েছে ৷ ইন্টারনেট পরিষেবার মানোন্নয়ন হয়েছে ৷ পাবলিক ক্লাউডে ব্যক্তিগত পরিসর বেড়েছে ৷ পাল্লা দিয়ে বেড়েছে ইন্টারনেটের গতি ৷