নয়াদিল্লি, 29 এপ্রিল : করোনায় ব্যবহৃত ওষুধ এবং অন্যান্য সরঞ্জামকে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি-র আওতার বাইরে রাখার আবেদন ৷ সেই আবেদনে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে ৷ পাবলিক পলিসি সংক্রান্ত মামলা লড়েন এমন এক আইনজীবী এই মামলা করেছেন ৷ যেখানে তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছেন, মহামারির সময়ে জনস্বার্থের বিষয়টিতে যেন গুরুত্ব দেওয়া হয় ৷
ওই মামলায় বলা হয়েছে, মহামারির মতো কঠিন সময়ে, জরুরি ওষুধ যেমন রেমডেসিভির, টোসিলিজ়ুমাব, ফাভিপিরাভির এবং অন্যান্য সামগ্রি যা করোনার চিকিৎসায় খুব গুরুত্বপূর্ণ, সেগুলিকে জিএসটি থেকে ছাড় দেওয়া হোক ৷ যাতে এই ওষুধগুলি মানুষ সহজে কিনতে পারে ৷ এর আগে আজ সকালে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আইনের একাধিক পড়ুয়া সুপ্রিম কোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি নুথালাপাতি ভেঙ্কট রামান্নার কাছে একটি আবেদন জানানো হয়েছে ৷ যেখানে করোনা মহামারি নিয়ে ইউনিফর্ম গাইডলাইন চালুর নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে ৷ যে আবেদনে নেতৃত্ব দিয়েছে পঞ্জাবের জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ইয়ারের পড়ুয়ারা ৷