পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনার চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধে জিএসটি প্রত্যাহারের আবেদনে সুপ্রিম কোর্টে মামলা - GST

সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় বলা হয়েছে, মহামারির মতো কঠিন সময়ে, জরুরি ওষুধ যেমন রেমডেসিভির, টোসিলিজ়ুমাব, ফাভিপিরাভির এবং অন্যান্য সামগ্রি যা করোনার চিকিৎসায় খুব গুরুত্বপূর্ণ, সেগুলিকে জিএসটি থেকে ছাড় দেওয়া হোক ৷

A case has been filed in the Supreme Court seeking exemption of GST on medicines required for the treatment of corona
করোনার চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধে জিএসটি প্রত্যাহারের আবেদনে সুপ্রিম কোর্টে মামলা

By

Published : Apr 29, 2021, 10:56 PM IST

নয়াদিল্লি, 29 এপ্রিল : করোনায় ব্যবহৃত ওষুধ এবং অন্যান্য সরঞ্জামকে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি-র আওতার বাইরে রাখার আবেদন ৷ সেই আবেদনে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে ৷ পাবলিক পলিসি সংক্রান্ত মামলা লড়েন এমন এক আইনজীবী এই মামলা করেছেন ৷ যেখানে তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছেন, মহামারির সময়ে জনস্বার্থের বিষয়টিতে যেন গুরুত্ব দেওয়া হয় ৷

ওই মামলায় বলা হয়েছে, মহামারির মতো কঠিন সময়ে, জরুরি ওষুধ যেমন রেমডেসিভির, টোসিলিজ়ুমাব, ফাভিপিরাভির এবং অন্যান্য সামগ্রি যা করোনার চিকিৎসায় খুব গুরুত্বপূর্ণ, সেগুলিকে জিএসটি থেকে ছাড় দেওয়া হোক ৷ যাতে এই ওষুধগুলি মানুষ সহজে কিনতে পারে ৷ এর আগে আজ সকালে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আইনের একাধিক পড়ুয়া সুপ্রিম কোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি নুথালাপাতি ভেঙ্কট রামান্নার কাছে একটি আবেদন জানানো হয়েছে ৷ যেখানে করোনা মহামারি নিয়ে ইউনিফর্ম গাইডলাইন চালুর নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে ৷ যে আবেদনে নেতৃত্ব দিয়েছে পঞ্জাবের জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ইয়ারের পড়ুয়ারা ৷

আরও পড়ুন : দাম কমল কোভ্য়াকসিনের, 600 টাকার বদলে 400 টাকায় টিকা পাবে রাজ্য

বর্তমানে ভারতে করোনা মহামারির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ৷ যেখানে রোজ সাড়ে তিন লক্ষের বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন ৷ এমনকি 3 হাজারে উপর মানুষ গোটা দেশে শেষ 24 ঘণ্টায় মারা গিয়েছেন ৷ এই পরিস্থিতিতে দেশের শীর্ষ আদালত কোনও সিদ্ধান্ত নিক ৷ মনটাই চাইছে ভারতের অধিকাংশ নাগরিক ৷

ABOUT THE AUTHOR

...view details